Home » বিজেপির দলীয় পতাকা পোড়ানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

বিজেপির দলীয় পতাকা পোড়ানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

সময় কলকাতা ডেস্কঃ মনোনয়ন পর্ব শেষ হওয়ার পরই হিংসার পরিবেশ ডায়মন্ড হারবারে। বিজেপির দলীয় পতাকা পোড়ানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এবার ডায়মন্ড হারবার পুরসভার ৬ নম্বর ও ১১ নম্বর ওয়ার্ডের বিজেপির দলীয় পতাকা পোড়ানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে ডায়মন্ড হারবার পুরসভার রথতলা এলাকায় ।

অভিযোগ, শনিবার বিকেলে বিজেপির ডায়মন্ডহারবার জেলা কার্যালয় থেকে দুটি ওয়ার্ড এর জন্য প্রায় ২০০ এর বেশি পতাকা নিয়ে আসা হয়।৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সুমন সাঁতরা ও ১১ নম্বর ওয়ার্ডের প্রার্থী মনোতোষ সর্দারের প্রচারের জন্যে এই পতাকা ও ফ্লেক্সগুলি আনা হয়। এই পতাকাগুলি বিজেপির টাউন মন্ডলের প্রাক্তন যুব সভাপতি সুরজিৎ দাসের বাড়িতে রাখা ছিল। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সেখান থেকেই এই পতাকাগুলো বার করে এনে পুড়িয়ে দেয় বলে অভিযোগ করেন বিজেপি প্রার্থী। যদিও এই ঘটনা ভিত্তিহীন বলে দাবি করেছে তৃণমূল।

৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী জানান, ‘এর আগে তারা বলেছিল যদি কোনো বিরোধী দলীয় প্রার্থী নমিনেশন জমা দিতে গিয়ে সমস্যার মধ্যে পড়েন তবে তারা যেন তৃণমূল কংগ্রেসের সদস্যদের জানান। এর ফলে নমিনেশন জমা দেওয়ার দিন কোন বিরোধী দলকেই সমস্যার মধ্যে পড়তে হয়নি।’ ৬ নম্বর এবং ১১ নম্বর ওয়ার্ডে বিজেপির দলীয় পতাকা পোড়ানোর যে অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ মিথ্যা বলেই দাবি করেন তিনি। বিজেপি ভোটে দাঁড়িয়েছে ঠিকই কিন্তু তাদের কোনো কর্মী সমর্থক নেই। বিজেপি কর্মীরা নিজেরাই এই পতাকা পুড়িয়েছে। তিনি আরও বলেন, ‘আগামী দিনেও বিজেপির পক্ষ থেকে তৃণমূলের বিরুদ্ধে এমন অভিযোগ আনা হতে পারে। তবে তারা আশাবাদী এই বিজেপি কর্মীরা ও তৃণমূলের উন্নয়ন দেখে তৃণমূলকেই ভোট দেবেন।’ এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে ডায়মন্ডহারবার পুরসভা এলাকায়।

About Post Author