সময় কলকাতা ডেস্কঃ জলপাইগুড়ি রোড স্টেশন থেকে উদ্ধার হল এক শিশু। এরপর এই শিশু উদ্ধারের ঘটনায় আর পি এফ অফিস থেকে জানানো হয় জলপাইগুড়ি চাইল্ড লাইনে। জলপাইগুড়ি চাইল্ড লাইনের সদস্য সুদীপ্ত গোস্বামী জানান, শিশুটির বাড়ি আসামের কোন একটি জায়গায়। সে পড়াশোনার জন্য তার পিসির বাড়িতে থাকত। সপ্তম শ্রেণীর ওই ছাত্র কোনভাবে বাড়ি থেকে পালিয়ে আসে। কিন্তু ওই শিশু কেন বাড়ি থেকে পালিয়ে এল সে বিষয়ে সথিক কিছু জানা যায়নি।
পাশাপাশি একটি অজ্ঞাত পরিচয় ব্যক্তির সংস্পর্শে আসে ওই শিশু। এরপর সেই ব্যক্তি ওই শিশুটিকে সাইকেলের প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে বলে খবর। সুযোগ বুঝে ওই ব্যক্তি সরে পড়ে। অবদ আসাম ট্রেন থেকে আরপিএফ জলপাইগুড়ি রোড স্টেশনে শিশুটিকে উদ্ধার করে জলপাইগুড়ি চাইল্ড লাইনে খবর দেয়। ওই শিশুর পরিবারের সাথেও যোগাযোগ করা হয়েছে। নিয়ম অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান তিনি।
More Stories
উত্তরবঙ্গে আবার রেল দুর্ঘটনা, উত্তরবঙ্গে বারংবার রেল দুর্ঘটনায় আতঙ্কিত উত্তরবঙ্গবাসী
পথকুকুরদের খেতে দেওয়া যাবে না, সল্টলেকে মহিলাকে মার!
জেলায় জেলায় মেডিক্যাল কলেজের দায়িত্ব ছেড়ে কলকাতার মিছিলে চিকিৎসকরা! ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শশীর