Home » চার পুরসভার ভোটে প্রহসন হয়েছে, সুকান্ত মজুমদার

চার পুরসভার ভোটে প্রহসন হয়েছে, সুকান্ত মজুমদার

সময় কলকাতা ডেস্ক: চার পুরসভার ভোটে প্রহসন হয়েছে।তাই এই ফলাফল দিয়ে আগামী দিনের নির্বাচনের সঙ্গে তুলনা করলে চলবে না।কারণ এবার জনমত প্রকাশিত হয়েছে বলে আমার মনে হয় না । সোমবার বারসাতে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে এসে এমনটাই দাবি করেলন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, কলাকাতার সামনেই বিধাননগর যেখানে আদালত কমিশনকে ব্যীস্থা নিতে বলেছিল। কিন্তু তারপরেও কিভাবে ভুয়ো ভোটার ধরা পড়েছে বা ছাপ্পা ভোট হয়েছে তা রাজ্যের মানুষ দেখেছেন। কলকাতায় যদি এই অবস্থা হয় তাহলে জেলাগুলিতে কি হয়েছে তা সহজেই অনুমান কারতে পারছি।

প্রসঙ্গত, সোমবার সকাল ১০ টা নাগাদ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বারাসাত পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে আসেন।প্রথমে বারাসাত বিধান মার্কেট এলাকায় শিব ও কালী মন্দিরে পুজো দেয়। এবং তারপর শহীদ জাওয়ানদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে।তারপর বারাসাতে দলীয় প্রার্থীদের সমর্থনে  বিজয়নগর খেলার মাঠ, হৃদয়পুর বাজার, পাইওনিয়ার খেলার মাঠ, কালার দোকান, হাউসিং বাজারসহ শহরের একাধিক এলাকায় কখনও হেঁটে আবার কখনও পথসভা করেন।

সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে বিজেপির রাজ্য সভাপতি বলেন,  বিধান নগরে ভুয়ো ভোটাররা ভোট দিয়েছেন আদালত জানতে চাক নির্বাচন কমিশনের কাছ থেকে কেন এ ধরনের ঘটনা ঘটলো ? আমরা বিষয়চি নিয়ে আদালতের দ্বারস্থ হব।সুকান্তবাবু বলেন, তৃণমূল  বিরোধী ভোট ভাগ করার জন্য বামেদের তোল্লা দিচ্ছে।ছাপ্পা মারার সময় পাঁচটা তৃণমূলের মারলে দুটো বামেদের দিকে মেরে দিচ্ছে । তাই  প্রচার করার সময় চারজন পাঁচজন নিয়ে ঘুরে বেড়িয়েও ভোট পেয়ে যাচ্ছে , এটা অবিশ্বাস্য । পশ্চিমবঙ্গের জনগণের অধিকারের স্বার্থে বিজেপি  তাদের লড়াই চালিয়ে যাবে বলে জানিয়েছেন সুকান্তবাবু।

About Post Author