সময় কলকাতা ডেস্কঃ ঘাসফুল আগেই ফুটেছিল কলকাতা পুরনিগমের নির্বাচনে। এবার রাজ্যের আরও চারটি পুরনিগম শিলিগুড়ি, আসানসোল,চন্দননগর ও বিধাননগরে বোর্ড গঠন করার জন্য শুধুমাত্র সময়ের
অপেক্ষা ঘাস ফুল শিবিরের।আর এই জয়ের পর মুখ্যমন্ত্রী জানান আরও নম্র হয়ে মানুষের কাজ করতে হবে, এই জয় মানুষের জয়। শান্তিপূর্ণ ভাবে মানুষ ভোটাধিকার প্রয়োগ করেছেন। তাতে এই ফল হয়েছে। আমরা খুশি।’’
এদিকে বিধাননগরে ৪১ টি আসনের মধ্যে ৩৯ টি আসনে জয়ী তৃণমূল। একটি করে আসন পেয়েছে কংগ্রেস ও নির্দল প্রার্থী। শিলিগুড়িতে ৪৭ টি আসনের মধ্যে ৩৭ টি তৃণমূল, বিজেপি ৫ টি, বামদল ৪টি, কংগ্রেস ১ টি আসন।
চন্দননগরে ৩২ টি আসনের মধ্যে ৩১ টি ঘাসফুল ১ টি বামেদের দখলে। পাশাপাশি আসানসোলে ১০৬ টি আসনের মধ্যে ৭৮ টি তৃণমূলের দখলে, ৪ টি বাম,বিজেপি ৬, কংগ্রেস ৩ টি ও অন্যান্য ১ টি করে আসনে এখনও পর্যন্ত এগিয়ে আছে।
এদিকে জেতার পরই বিধাননগরের ৩১ নম্বর ওয়ার্ডের প্রার্থী সব্যসাচী দত্ত চলে যান কালীঘাটে।সেখান থেকে যান অভিষেকের বাড়িতে। সবটাই ছিল তাঁর জেতার পর সৌজন্যমুলক সাক্ষাৎকার বলে জানিয়েছেন সব্যসাচী।
More Stories
ঝালদা পুরসভার দায়িত্বে শীলা চট্টোপাধ্যায়, নির্দেশ হাই কোর্টের
পুর-উপনির্বাচনের ফলে আসানসোল সবুজ
বনগাঁ পুর-উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী তৃণমূল