সময় কলকাতা ডেস্কঃ পুরুষ মানুষের “সারোগেট ফাদার” হবার অধিকার পাওয়ার বিষয়ে অল বেঙ্গল মেনস ফোরাম সোচ্চার হয়েছে কিছুদিন ধরে। আর ঠিক সেই সময়েই চলতি মাসের প্রথমেই অর্থাৎ ৪ঠা ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় নিবেদিত ছবি “বাবা বেবি ও” । ইতিমধ্যেই এই ছবি দর্শকের মনে দাগ কেটেছে। সামাজিক বার্তাবাহী এবং ইস্যুভিত্তিক ছবির ভালমন্দ দু’টো দিকই রয়েছে । এক্ষেত্রে সিনেমার একটা জোরালো ফোকাল পয়েন্ট থাকে। অন্যদিকটা হল, বক্তব্য পেশ করতে গিয়ে ছবিটা উপদেশমূলক হয়ে যেতে পারে। তখন সিনেমা দেখার আনন্দ মাটি হয়ে যায়। শিবপ্রসাদ-নন্দিতার হাউসের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘বাবা, বেবি ও…’ সোশ্যাল-মেসেজ সমৃদ্ধ হলেও, নীতিবাগীশ হয়ে ওঠেনি। অরিত্র মুখোপাধ্যায়ের পরিচালনা ও জিনিয়া সেনের কাহিনি-চিত্রনাট্যের গুণে। হালকা মেজাজে অনেক গভীর কথা বলে এই ছবি ।
প্রসঙ্গত, জিনিয়ার দেখা জীবনের সত্যি ঘটনা থেকেই এই ছবির গল্প অনুপ্রাণিত। এতদিনে সকলেই জানেন, সারোগেসি এ ছবির অন্যতম উপজীব্য। সেই সঙ্গে অসমবয়সি প্রেম ও সমকামিতা নিয়ে সমাজের ট্যাবুর প্রসঙ্গটিকেও চমৎকারভাবে চিত্রনাট্যে বুনে দেওয়া হয়েছে । প্রেমের আকাশের নক্ষত্র চেনায় এই ছবি । ছবির শুরুতেই অনিন্দ্য চট্টোপাধ্যায়ের কণ্ঠে ‘বাবা হওয়া এত সোজা নয়’ গানটি ফিল্মের ফুরফুরে মেজাজ তৈরি করে দেয়। এই ছবির প্রধান চরিত্র মেঘ,একজন কর্পোরেট চাকুরে। বাবা-মাকে নিয়ে তার ছোট পরিবার। যার অবিচ্ছেদ্য অংশ তার বন্ধু রাজা। মেঘ বাবা হতে চায় সারোগেসির মাধ্যমে। বাবা-মা খুশি হয়, বাড়িতে নতুন অতিথি আগমনের কথা ভেবে। যমজ সন্তানের বাবা হয় মেঘ। দু’টি বাচ্চা একসঙ্গে সামলানো কি চাট্টিখানি কথা? তাও আবার মা ছাড়া! প্রতিবেশী, আত্মীয়স্বজনের কৌতূহল তুঙ্গে ওঠে বাচ্চার ‘মা’ কে তাহলে? সারোগেসি নিয়ে স্পষ্ট ধারণা ছিল না, মেঘের বাবা-মায়েরও কিন্তু তারা পটল-পোস্তকে পেয়ে যারপরনাই খুশি। দিব্যি চলছিল। বাচ্চার খেলনা কিনতে গিয়ে মেঘের দেখা হয় বৃষ্টির সঙ্গে। আর এখান থেকেই শুরু গল্পের আসল টুইস্ট। এবার এই ছবিই বিনামূল্যে দেখতে পাবেন দর্শক। তবে কি ভাবে তা জানালেন স্পষ্ট করল অল বেঙ্গল মেনস ফোরাম । এদিন ফোরাম একটি নোটিশ জারি করে জানায়, অল বেঙ্গল মেনস ফোরামের পক্ষ থেকে বিনামূল্যে এই ছবিটি স্ক্রিনিং করানো হবে শুধু বাংলার পুরুষদের জন্য । তারা আরও জানিয়েছেন এদিন উপস্থিত থাকতে পারেন এই ছবির Cast and Crew । এছাড়াও কলকাতার কিছু স্বনামধন্য পুরুষ ব্যক্তিত্বও উপস্থিত থাকতে পারেন । আই স্ক্রিনিং -এ অংশগ্রহণ করার জন্য তিনটি ফোন নম্বর দেওয়া হয়েছে । উৎসাহী ব্যাক্তিরা তাদের সাথে যোগাযোগ করতে পারেন ।
নিচে নম্বর গুলি দিয়ে দেওয়া হল
+919007557333
+919330651163
+919147044553
More Stories
Deepika Padukone: গণেশ চতুর্থীর পরের দিনই মাতৃত্বের স্বাদ পেলেন দীপিকা পাড়ুকোণ
জোর করে চুম্বন : যৌন হেনস্থার অভিযোগে চিত্র-পরিচালক অরিন্দম শীল সাসপেন্ড
সেপ্টেম্বর : নতুন কী কী মুভি আর সিরিজ দেখবেন বিভিন্ন ওটিটি প্লাটফর্মে?