Home » ভোটের মুখে বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য জগদ্দলে

ভোটের মুখে বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য জগদ্দলে

সময় কলকাতা ডেস্ক : ভোটের মুখেই বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল জগদ্দলে।শুক্রবার জগদ্দলের সার্কাস জুটমিল লাইনের পরিত্যাক্ত শৌচালয়ের কাছ থেকে উদ্ধার ছয়টি তাজা পেট্রোল বোমা। ঘটনার তদন্ত শুরু করেছে জগদ্দল থানার পুলিশ।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে জগদ্দলের ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা জুটমিলের পরিত্যাক্ত শৌচালয়ের পাশে প্ল্যাস্টিকের ব্যাগ পরে থাকতে দেখেন।ব্যাগের ভেতরে থাকা জিনিসগুলি নিয়ে সন্দেহ হওয়ায় তাঁরা পুলিশকে খবর দেন। পুলিশ এসে প্ল্যাস্টিক থেকে ছয়টি তাজা বোমা উদ্ধার করে।

প্রঙ্গগত, বিধানসভা নির্বাচনের সময় থেকেই একের পর এক অশান্তি লেগেই রয়েছে অর্জুন সিংয়ের গড় হিসাবে পরিচিত ভাটপাড়া বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায়। শাসক ও বিরোধী দুই দলই একে অপরের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে সারব হয়েছে। তারই মাঝে ২৭ ফেব্রুয়ারি ভাটপাড়া পুরসভায় নির্বাচন। তাই ভোটের মুখে ফের জগদ্দল থেকে পেট্রোল বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে । কে বা কারা কি উদ্যেশ্য নিয়ে পরিত্যক্ত শৌচালয়ের পেছনে বোমাগুলো মজুত রেখেছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। আতঙ্কিত এলাকার স্থানীয় বাসিন্দারা।

About Post Author