Home » ফের বদল আসছে ফেসবুকে, ঘোষনা সিইওর

ফের বদল আসছে ফেসবুকে, ঘোষনা সিইওর

সময় কলকাতাঃ আবারও নয়া পথে হাটছে ফেসবুক । বদল করা হবে নিউজ ফিডের নাম । এতদিন নিউজ ফিড বলা হলেও এবার থেকে তাকে ডাকা হবে শুধুমাত্র ফিড নামে। ফেসবুকের অফিসিয়াল পেজেই এই ঘোষণা করলেন মার্ক জুকারবার্গ । এই ধরনের পরিবর্তন আগেও হয়েছে ফেসবুকে। একসময় যাকে ওয়াল বলা হত, এখন সেটাই হয়েছে টাইমলাইন। কিন্তু কেন এই বদল? মার্ক জুকারবার্গের সংস্থার তরফে জানানো হয়েছে, ইউজাররা তাঁদের ফিডে যে বৈচিত্রময় কনটেন্ট দেখেন তাকে আরও ভালভাবে প্রতিফলিত করতেই এই পরিবর্তনের পথে হাঁটছে তারা।

অনেকেই মনে করছেন এই পরিবর্রতনের পেছনে অন্য কোন কারণ আছে । ফেসবুক থেকে অনেক সময়ই ভুয়ো খবর ছড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে। তাই নিউজ ফিড নাম থেকে ফিড- এই নামকরণ করে ফেসবুক বোঝাতে চাইছে এটা কোনও মতেই খবরের ফিড নয়। আসলে জুকারবার্গ বহুদিন ধরেই জানিয়েছেন, তাঁরা ফেসবুককে খবরের উৎস হিসেবে পরিচিত করতে চান না। এই পদক্ষেক তারই আভাস দিচ্ছে ।

প্রসঙ্গত , সম্প্রতি এক বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের প্রতিনিধিরা কড়া সমালোচনা করেছিলেন ফেসবুক, গুগল, টুইটার কর্তাদের। ভারচুয়াল ওই বৈঠকে কেন্দ্রীয় প্রতিনিধিদের তরফে কেন্দ্রের নতুন নির্দেশিকা ঠিক ভাবে মানা হচ্ছে না বলে অভিযোগ তোলা হয়। বলা হয় ফেসবুক থেকে ভুয়ো খবর ছড়াচ্ছে । তারপরেই কি ফেসবুক কর্তৃপক্ষের এই পদক্ষেপ নিচ্ছে  প্রশ্ন তুলছেন ব্যবহারকারীদের একাংশ। তবে  পরিবর্তন যে কারণেই হোক না কেন নতুন আপডেট পেয়ে খুশি ইউজাররা ।

About Post Author