সময় কলকাতাঃ সম্প্রতি শ্রীময়ী ধারাবাহিকের ‘জুন আন্টি’ চরিত্রে ঊষসী চক্রবর্তীর অভিনয় দর্শকদের নজর কেড়েছে । তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁর অনুরাগীর সংখ্যা বেড়েই চলছে । একদিকে যেমন ভক্তদের প্রশংসা পাচ্ছিলেন ঊষসী, তেমনি নিন্দুকরা সুযোগ পেলেই কটাক্ষ করতে ছাড়ছেনা এই লাস্যময়ী অভিনেত্রীকে।তাই বেশ কয়েকবার সোশ্যাল মিডিয়ায় ট্রোলও হয়েছেন ঊষসী ।
কয়েকদিন আগেই জন্মদিন কাটাতে গোয়ায় গিয়েছিলেন ঊষসী । সেখানকার সৈকতে বিকিনি পরে হাতে সিগারেট নিয়ে ছবি পোস্ট করতেই রীতিমতো ঝাঁপিয়ে পড়লেন নেটিজেনদের একাংশ। অভিনেত্রীর প্রয়াত বাবা কমরেড শ্যামল চক্রবর্তীকে টেনে এনে ঊষসীকে কটাক্ষ করতে ছাড়লেন না বেশ কিছু নেটিজেন। পোস্ট করা ছবিতে দেখা গিয়েছে , গোয়ার সৈকতে একটি পাথরের উপরে বিকিনি পরে বসে আছেন অভিনেত্রী। হাতে তাঁর একটি সিগারেট। তবে সেই সিগারেটে আগুন নেই। এই ছবি পোস্ট করে ঊষসী লিখলেন, ”ধূমপান করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক।
সিগারেট হাতে নেওয়া নয়!” তাঁর পোশাক নিয়েই শুরু হয়েছে বিতর্ক। আর ওই ছবি ঘিরেই সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের ঝড় উঠেছে । ঊষসীকে এভাবে দেখে অনেকেই তীব্র নিন্দা শুরু করলেন। কেউ কেউ লিখলেন, ” কমরেড শ্যামল চক্রবর্তীর মেয়ের কাছে এই পোশাকে ছবি তোলা আশা করিনি। শরীরের নিম্নাংশ আরেকটু ঢেকে রাখা উচিত ছিল।” সব মিলিয়ে ঊষসী চক্রবর্তীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এখন কমেন্টের ঝড় ।
More Stories
Deepika Padukone: গণেশ চতুর্থীর পরের দিনই মাতৃত্বের স্বাদ পেলেন দীপিকা পাড়ুকোণ
জোর করে চুম্বন : যৌন হেনস্থার অভিযোগে চিত্র-পরিচালক অরিন্দম শীল সাসপেন্ড
সেপ্টেম্বর : নতুন কী কী মুভি আর সিরিজ দেখবেন বিভিন্ন ওটিটি প্লাটফর্মে?