সময় কলকাতা ডেক্সঃ রাজ্য জুড়ে বেজে গিয়েছি পুর ভোটের দামামা।সামনের বছর পঞ্চায়েত ভোট।শাসক থেকে বিরোধী সব রাজনৈতিক দল ব্যস্ত পুরভোট নিয়ে।তারই মাঝেই ক্রিকেট টুর্নামেন্টের মাঠ থেকে শাসক দল আওয়া তুলল এবার ফাইনাল খেলা হবে। সামনের বছর পঞ্চায়েত নির্বাচন। সেই নির্বাচনেই ফাইনাল খেলা হবে আওয়াজ তুললেন তৃণমূল কর্মীরা।বিধানসভা ভোটে তোলা তৃণমুল কংগ্রেসের স্লোগান খেলা হবে,ফের সামনে আনল পঞ্চায়েত ভোটকে সামনে রেখে।
তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক তথা সুলতান নগর ক্লাবের সম্পাদক বুলবুল খান জানান,রাজ্য-জুড়ে পুরসভার ভোট চলছে। আগামী বছর রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। দিদির নেতৃত্বে রাজ্যজুড়ে উন্নয়ন চলছে। উন্নয়ন দেখে মানুষ ভোট দেবে। বিধানসভার মতোই আগামী পঞ্চায়েত নির্বাচনেও খেলা হবে।আর মানুষ এই খেলা খেলবে দাবি তৃণমুল নেতা বুলবুল খানের ।
মালদহের হরিশ্চন্দ্রপুর থানার সুলতাননগর কে এম এস ক্লাব আয়োজিত মালেক খান মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ছিল বৃহঃস্পতিবার। ফাইনাল খেলার মাঠ থেকে খেলা হবে স্লোগান ওঠে দর্শকদের মাঝে। আর ক্লাবের সম্পাদক ও তৃণমূল কংগ্রেসের মালদা জেলার সাধারণ সম্পাদক বুলবুল খান জানান, রাজ্য-জুড়ে দিদির উন্নয়ন চলছে। আর ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে সুলতান নগর গ্রাম পঞ্চায়েতের ময়দানে। এই টুর্নামেন্টের ফাইনাল খেলায় কলকাতা একাদশ এবং সুলতাননগর কে এম এস একাদশ মুখোমুখি হয়ে ছিল। কলকাতা একাদশ প্রথমে ব্যাট করে এবং ২৭০ রান তোলে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সুলতাননগর কেএমএস একাদশ ১৮৫ রানে অলআউট হয়ে যায়। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয় কলকাতা একাদশ। এদিনের এই ফাইনাল খেলায় হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক বিজয় গিরি, পঞ্চায়েত সমিতির সভাপতি জুবেদা বিবি, হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস,শিক্ষা কর্মদক্ষ মনিরুল ইসলাম,জেলা তৃণমূল সম্পাদক জম্মু রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিগত ১২ বছর ধরে এই টুর্নামেন্টে হয়ে আসছে। এলাকার মানুষ প্রবল উদ্দীপনার সঙ্গে এই টুর্নামেন্টে দেখতে আসেন। এবারও তার ব্যতিক্রম হয়নি।
More Stories
কিডনির সমস্যায় ভুক্তভোগী? রোজের ডায়েটে রাখুন ধন্বন্তরি এই ৫ খাবার
Vinesh Phogat and Bajrang Punia join Congress: কংগ্রেসে বিনেশ-বজরং, রাহুলের সঙ্গে সাক্ষাত, হরিয়ানা বিধানসভা নির্বাচনে লড়বেন হাত চিহ্নে
খরচে হাজার মাইল পিছনে, কিন্তু পদকে নীরজদেরকে পিছনে ফেললেন দেশের প্যারালিম্পিয়াডরা