সময় কলকাতা ডেস্কঃ ধীরে ধীরে সুস্থতার পথে হাঁটছে দেশ। চলছে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা। ফলে বিভিন্ন রাজ্যে শিথিল হচ্ছে কোভিডবিধি।শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২২ হাজার ২৭০ জন। অনেকটা কমেছে অ্যাকটিভ কেস। বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ লক্ষ ৫৩ হাজার ৭৩৯। পজিটিভিটি রেট কমে হয়েছে ১.৮০ শতাংশ।
তবে এখনও খানিকটা চিন্তায় রাখছে দেশের মৃত্যুহার। যদিও গত একদিনে মৃতের সংখ্যা কমেছে। ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৩২৫ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৫ লক্ষ ১১ হাজার ২৩০ জন।
পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২০ লক্ষ ৩৭ হাজার ৫৩৬ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। সুস্থতার হার ৯৮.২১ শতাংশ।বিধিনিষেধ জারি করে এবং টিকাকরণে জোর দিয়ে সংক্রমণে লাগাম টানার চেষ্টা চলছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে প্রায় ১৭৫ কোটির বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় শিথিল হচ্ছে বিধিনিষেধ। ওড়িশায় তুলে নেওয়া হয়েছে নাইট কারফিউ।পাশাপাশি প্রায় সব রাজ্যেই খুলে গিয়েছে স্কুল।
More Stories
বাবাকে দিয়েই মেয়ের বমি পরিষ্কার করালো চিকিৎসক! উত্তেজনা শান্তিপুরে
জেলায় জেলায় মেডিক্যাল কলেজের দায়িত্ব ছেড়ে কলকাতার মিছিলে চিকিৎসকরা! ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শশীর
প্রসূতি মৃত্যু মামলায় রিঙ্গার ল্যাকটেট স্যালাইনকে ‘ক্লিনচিট’ রাজ্যের!