Home » তৃণমূলের প্রচারে হামলা নির্দল প্রার্থীর, মাথা ফাটলো এক তৃণমূল নেতার

তৃণমূলের প্রচারে হামলা নির্দল প্রার্থীর, মাথা ফাটলো এক তৃণমূল নেতার

সময় কলকাতা ডেস্কঃ দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশই সার, প্রচারে বেরিয়ে নির্দল প্রার্থীর আক্রমণের শিকার হলেন এক তৃণমূল নেতা।বসিরহাট মহকুমার বাদুড়িয়া পৌরসভার ১১নং ওয়ার্ডের ফরিদকাটিতে শনিবার বিকালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপঙ্কর ভট্টাচার্যের হয়ে প্রচার করতে বেরিয়ে ছিলেন স্থানীয় নেতা আসাদুল সরদার। এই সময় অতর্কিতে সেই প্রচার মিছিলে আক্রমণ করে ১১ নম্বর ওয়ার্ডেরই নির্দল প্রার্থী কাসেম গাজীর দলবল। দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। তারপর বাদুড়িয়া পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী কাসেম গাজী তাদের ওপর হামলা চালায়।

ঘটনায় গুরুতর আহত হন স্থানীয় তৃণমূল নেতা আসাদুল সরদার। তার মাথা ফেটে যায়। দলীয় নেতাকর্মীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বাদুড়িয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করে।

ইতিমধ্যে ঘটনাটি নিয়ে বাদুড়িয়া থানায় দলীয়ভাবে অভিযোগ করা হয়েছে। নির্দল প্রার্থীদের নিয়ে সোচ্চার হয়েছেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর ফিরহাদ হাকিম। তারা একপ্রকার দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন কেউ যেন নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়াই না করে। নয়তো তার বিরুদ্ধে দল যথোপযুক্ত ব্যবস্থা নেবে।কিন্তু সেই নির্দেশ অমান্য করেই বাদুড়িয়ায় একেবারে তৃণমূল নেতার উপরেই এই হামলার ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে।

About Post Author