সময় কলকাতা ডেস্ক: আমতাকাণ্ডে ২৪ ঘন্টার বেশি সময় পেড়িয়ে গেলেও এখনো অধরা রয়েছে দুষ্কৃতীরা। মৃত ছেলের খুনিদের শাস্তির দাবিতে সোচ্চার হয়েছে অনিশ খানের পরিবারের সদস্যরা।এই ঘটনায় সরাসরি পুলিশ প্রশাসনের গাফিলতিকেই দাযী করছেন মৃতের পরিবার। তাঁদের অভিযোগ পুলিশ আদৌ কিছু করছে না। ঠুঁটো জগন্নাথের মতোই বসে আছে। শনিবার বাড়িতে এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া ছাড়া আর কিছুই করেনি আমতা থানা এমনটাই অভিযোগ তার পরিবারের। এখনো কোনোরকম তদন্ত বা জিজ্ঞাসাবাদ করার জন্য এলাকাতেও আসেনি আমতা থানা। স্বভাবতই পুলিশের এ হেন আচরণে যথেষ্ট ক্ষুব্ধ পরিবারের লোকজন ও এলাকার স্থানীয় বাসিন্দারা।তাই অনিশের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি তুলছে পরিবার।
রবিবার মৃতের বাবা বলেন, পুলিশ প্রশাসন কিছুই করছে না। ছেলেকে বাড়িতে ঢুকে খুন করা হল, যারা মারলো তাদের গায়েও পুলিশের পোশাকই ছিল। তাই তাঁরা পুলিশের উপর ভরসা করতে পারছেন না।আনিশের বাবা বলেন, যারা ছেলেকে মেরেছে তারা আর কি তদন্ত করবে। অবিলম্বে তার ছেলের মৃত্যুর তদন্ত করুক সিবিআই। পাশাপাশি আজকে পরিবারের তরফ থেকে স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের উপরে বিস্ফোরক অভিযোগ আনে আনিশের পরিবার। তাঁদের অভিযোগ, আনিশকে স্থানীয় তৃণমূলের নেতারাও মারধর করে হাত, পা ভেঙে দেওয়ার হুমকি দিয়েছিল। পাশাপাশি তাদের আরও অভিযোগ স্থানীয় নেতাদের মদতেই এই ঘটনা ঘটেছে। তাই পুলিশ চুপ করে বসে আছে। কোনো তদন্ত করছে না।
প্রসঙ্গত, শুক্রবার গভীর রাতে বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু হয় আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া অনিশ খানের। ঘটনার সময় পুলিশ পরিচয় দিয়ে তাঁদের বাড়িতে ঢুকেছিল ৪ জন। তারকিছুক্ষন বাদেই ছাদ থেকে রাস্তার উপরে এসে পড়ে অনিশ। ওই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে সাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন বহু মানুষ। পরে পুলিশ ঘটনাস্থলে হাজির হলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ঘোরে বিক্ষোভ দেখান।
More Stories
প্রসঙ্গ বাংলাদেশ : সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে রাস্তায় মতুয়ারা
জাঁকিয়ে শীত আসবে, গরম কাপড় কেনাকাটার ধুম
সন্দেশখালিতে তরুণী খুনের তদন্ত খতিয়ে দেখতে উপস্থিত মহিলা কমিশন, প্রশ্নের মুখে পুলিশ