Home » ফের লোকালয়ে বাঘের হানা, জখম ১

ফের লোকালয়ে বাঘের হানা, জখম ১

সময় কলকাতা ডেস্ক: ফের লোকালয়ে বাঘের হানা। রবিবার দুপুরে উত্তর ২৪পরগনার সন্দেশখালি দু নম্বর ব্লকের মনিপুর গ্রাম পঞ্চায়েতের মিঠাখলী গ্রামে হানা দিল একটি রয়ের বেঙ্গল টাইগার।রায়মঙ্গল নদীর চরে বাঘের হামলায় জখম হলেন ছয়রাপ কারিগর নামে এক প্রৌঢ়।গুরুতর জখম অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাঁকে্ উদ্ধার করে কলকাতা আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। দিনে দুপুরে লোকালয়ের মধ্যে বাঘ আসার খবর চাউর হতেই এলাকায় আতঙ্ক চড়িয়ে পড়ে।গ্রামবাসীদের কাছ থেকে  খবর পেয়ে বনদপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে হাজির হন। বাঘের খোঁজে তাঁরা তল্লাশি শুরু করেছেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্দেশখালি দু নম্বর ব্লকের মনিপুর গ্রাম পঞ্চায়েতের মিঠাখলী গ্রামের বাসিন্দা ছয়রাপ কারিগর এদিন ছাগলের জন্য ঘাস কাটতে রায়মঙ্গল নদীর চরে গিয়েছিলেন।ঘাসকাটার সময় আচমকা একটি বাঘ তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে।  বেশ কিছুক্ষন ধরে তাঁদের মধ্যে লড়াই চলে। প্রৌঢ়ার আর্তনাদ শুনে এলাকার মানুষ ছুটে আসছে দেখে বেগতিক বুঝে পাশের জঙ্গলে ঢুকে পড়ে রয়েল বেঙ্গল টাইগার।এরপরেই গ্রামের মানুষ তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। এই ঘটনায় গ্রামে আতঙ্ক ছড়িয়েছে।

 

 

 

About Post Author