সময় কলকাতা ডেস্ক :কামারহাটি পুরসভার ২১ নম্বর ওয়ার্ডে শাসকদলের পোস্টার এবং ব্যানার ছিঁড়ে দেওয়ার অভিযোগ। কামারহাটি পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের ভার্নার লেন, চ্যাটার্জি পাড়া লেন, চ্যাটার্জি পাড়া এই তিনটি অঞ্চলে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিশ্বজিৎ সাহার সমর্থনে পোস্টার এবং ব্যানার ছেঁড়া হয় । শুধু তাই নয়, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এবং কামারহাটি বিধানসভার বিধায়ক মদন মিত্রের ছবির সঙ্গে থাকা বিশ্বজিৎ সাহার পোস্টারেও অভিষেক ব্যানার্জি এবং বিধায়ক মদন মিত্রের ছবিও ব্লেড দিয়ে কেটে দেওয়া হয়েছে ।
এই বিষয়ে বলতে গিয়ে ২১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ সাহা বলেন, প্রচারে তার সঙ্গে বিরোধীরা কেউ পেরে উঠছে না বলেই রাগের বশে পোস্টার এবং ব্যানার ছিঁড়ছে।
বিজেপির কলকাতা উত্তর শহরতলী জেলার সাধারণ সম্পাদক চণ্ডীচরণ রায় আবার এই ঘটনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে দায়ী করেছেন । তাঁর মতে,এই মুহূর্তে বিজেপির হয়ে কেউ তৃণমূলের পোস্টার ব্যানার ছিঁড়তে সাহস দেখাবে না , কারণ তৃণমূলের সন্ত্রাসে এমনিতেই ভীত সন্ত্রস্ত বিজেপির সর্বস্তরের কর্মীরা।
More Stories
Kunal Ghosh: একদা মাদক কাণ্ডে ধৃত পামেলাকে অবস্থানরত চিকিৎসকদের মঞ্চে দেখে কটাক্ষ কুণালের, পাল্টা দিলেন বিজেপি নেত্রীও
US Presidential Election: একে অন্যের বিরুদ্ধে তোপ, ট্রাম্প-কমলা বিতর্কসভায় উঠে এল কী কী বিষয়?
Sukanya Mondal: ১৫ মাস পর তিহাড় জেল থেকে মুক্তি কেষ্ট কন্যার, জামিন দিল দিল্লি হাইকোর্ট