সময় কলকাতাঃ ছোট থেকে বড় সকলেই কিং খানের নাম শুনে মুগ্ধ । গোটা দেশজুড়ে কিং খানের অগুনিত অনুরাগী । তাই নতুন লুক প্রকাশ্যে আসার পরেই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শাহারুখ । বছর পঞ্চান্নর কিং খানের ছবি ঝড় তুলেছে ভারচুয়াল দুনিয়ায় । ছবিতে লম্বা চুল মুখে কাঁচা পাকা দাড়ি । পরনে কালো রংয়ের টাক্সিডো শাহরুখের নয়া লুক দেখে নতুন করে প্রেমে পড়েছেন অনুরাগীরা । অনেকেই মনে করেছেন এটি শাহরুখের কোনও ছবির নয়া লুক । এই অবতারে হয়তো ভবিষ্যতে দেখতে পাওয়া যাবে কিং খানকে । তবে এ ছবি আদেও সত্য কি না তাই নিয়েই চর্চা চলছে ।
শেষমেষ অনুরাগীদের সন্দেহই সত্যি প্রমান হল । ২০১৭ সালে ডাব্বু রত্নানির একটি বিজ্ঞাপনে কাজ করেছিলেন বাদশাহ । সেই লুকেই ফটোশপ করে তৈরি হয়েছে এই নতুন ছবি । কোনও এক অনুরাগী এই কাজটি করেছেন । আর সেই ছবিটি সোশ্যাল মিডিয়ার দৌলতে ভাইরাল হয়েছে । যা দেখে তাজ্জব অনুরাগীরা । আর এই ছবি ঘিরেই শুরু হয়েছে জোর চর্চা ।
More Stories
Deepika Padukone: গণেশ চতুর্থীর পরের দিনই মাতৃত্বের স্বাদ পেলেন দীপিকা পাড়ুকোণ
জোর করে চুম্বন : যৌন হেনস্থার অভিযোগে চিত্র-পরিচালক অরিন্দম শীল সাসপেন্ড
সেপ্টেম্বর : নতুন কী কী মুভি আর সিরিজ দেখবেন বিভিন্ন ওটিটি প্লাটফর্মে?