সময় কলকাতাঃ দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মন্দানা। বর্তমানে যার অসংখ্য ফ্যান । সম্প্রতি পুস্পা ছবিতে সামি সামি গানে নেচে অনুরাগিদের মনে ঝড় তুলেছেন তিনি । তবে এবার নাকি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ছলেছেন ‘ন্যাশনাল ক্রাশ’ রশ্মিকা।
গুঞ্জন শোনা যাচ্ছে, দক্ষিণী অভিনেতা বিজয় দেবারাকোন্ডার সঙ্গেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রশ্মিকা। বছর শেষেই ছাদনাতলায় দেখা যেতে পারে অভিনেত্রীকে। রশ্মিকার মতন দক্ষিণী নায়ক বিজয়ের ফ্যান ফলোয়িংও কিছু কম নয়। ‘পুষ্পা’ ছবির নায়ক আল্লু অর্জুনের সঙ্গে টক্করও রয়েছে বিজয়ের। অনুরাগীরা মনে করেন, বিজয়ের হাতেই রয়েছে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ। ‘ডিয়ার কমরেড’, ‘গীত গোবিন্দম’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন রশ্মিকা ও বিজয়।
বেশ কয়েকদিন ধরেই রশ্মিকা ও বিজয়ের প্রেমের গল্প নিয়ে চর্চা চলছে। দক্ষিণী ছবির সঙ্গে সঙ্গে বিজয়ের নজর এখন বলিউডে । অন্যদিকে রশ্মিকাকে নিয়েও কাজ করতে চাইছেন বলিউডের বেশ কয়েকজন পরিচালক। আর সেই কারণেই মুম্বইয়ে একটা ফ্ল্যাটও কিনে ফেলেছেন তাঁরা। তবে বিয়ের ব্যাপারে কিছুই জানাননি অভিনেত্রী। কিন্তু বিজয় ও তার প্রেমের ব্যাপারে সামান্য হলেও সন্মতি দিয়েছেন রশ্মিকা ।
More Stories
২০২৪ সালের সেরা একডজন ভয়ের সিনেমা
মহাভারতের অশ্বথামা আজও ঘুরে বেড়াচ্ছেন ভারতের বিভিন্ন প্রান্তে!
Diljit Dosanjh: ‘হিন্দুস্থান কারও বাপের নয়..’ কনসার্ট থেকে কাদের নিশানা করলেন দিলজিৎ?