সময় কলকাতা ডেস্ক : দুয়ারে কড়া নাড়ছে পুরসভা ভোট। জোর কদমে চলছে প্রচার। কামারহাটি পুরসভার ৩২ নম্বর ওয়ার্ড বেলঘড়িয়া নন্দননগর এলাকায় তৃণমূল কংগ্রেস প্রার্থী কানু দাস ও মনোজ সাউয়ের প্রচারে এসে ফের বিস্ফোরক মন্তব্য করলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র, প্রচার থেকে মদন মিত্র। এদিন প্রচার থেকে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ভোটের দিন কামারহাটি পৌরসভা এলাকায় বিভিন্ন ওয়ার্ডের বুথে বুথে কাঁচা বাদাম মুড়ি থাকবে এবং খেলা হবে চোখে চোখে নোখে নোখে, পুরসভা নির্বাচনে খেলা হবেই।’ কামারহাটির তৃণমূল বিধায়কের এই হুমকি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
বিজেপি নেতা জয় সাহা বলেন, ‘রোমান্টিক কথা বলতে ভালো লাগে। প্রচারে আসার জন্য উনি কিছুদিন পরপর উনি এরকম মন্তব্য করেন।চোখে চোখ রেখে রাজনৈতিক লড়াই তো হবেই। কিন্তু এইভাবে হুমকি-ধমকি দিয়ে বেশি দিন আর চলবে না। বিজেপি নেতার দাবি, জনতা তৃণমূল কংগ্রেসের সাথে নেই হামলা-মামলা পুলিশ চোর গুন্ডা দিয়ে রাজনীতি হয় না সেটা তাদের বুঝতে হবে।
More Stories
উত্তরবঙ্গে আবার রেল দুর্ঘটনা, উত্তরবঙ্গে বারংবার রেল দুর্ঘটনায় আতঙ্কিত উত্তরবঙ্গবাসী
১৮০ ডিগ্রি ঘুরে পাল্টি খেলেন মমতা! বিজেপিকে রুখতে এবার ঐক্যের বাণী মমতার মুখে
পথকুকুরদের খেতে দেওয়া যাবে না, সল্টলেকে মহিলাকে মার!