সময় কলকাতা : কোপাই নদীর পাড়ে অবৈধভাবে গাছ কাটার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে। পঞ্চায়েতের অনুমতি ছাড়াই এই গাছগুলি কাটা হচ্ছে বলে অভিযোগ বিশ্বভারতীর ছাত্রছাত্রীদের।ছাত্রছাত্রীরা বনদফতরকে খবর দিলে আধিকারিকরা এসে গাছ কাটা বন্ধ করে। পাশাপাশি গাছ কাটার কাজে ব্যবহৃত বেশ কিছু সরঞ্জাম বাজেয়াপ্ত করে।
প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কোপাইয়ের পাড় থেকে দীর্ঘদিন ধরেই শিশু, সোনাঝুরির মত বহু মূল্যবান গাছ কেটে নেওয়ার অভিযোগ কানে আসছিল পড়ুয়াদের। খবর পেয়ে এদিন পড়ুয়ারা কোপাইয়ের পাড়ে হাজির হন। অবৈধভাবে গাছ কাটা দেখে ঘটনাস্থলে বিক্ষোভে সামিল হন তাঁরা।ছাত্রছাত্রীদের আন্দোলনের জেরে বোলপুরের রেঞ্জ অফিসার হাজির হন। বিশ্বভারতীর প্রাক্তন পড়ুয়া বীথিকা দাস বলেন, ” বিনা অনুমতিতে গাছ কেটে প্রাকৃতিক পরিবেশ নষ্ট করা হচ্ছে৷ফাঁকা করে দেওয়া হচ্ছে কোপাই নদীর পাড়।”
প্রসঙ্গত , এর আগেও কোপাই নদীর পাড় থেকে অবৈধ ভাবে মাটি চুরির অভিযোগ উঠে ছিল জমি মাফিয়াদের বিরুদ্ধে। এবার গাছ কাটার অভিযোগ উঠল কোপাইয়ের পাড় থেকে। গতবছর ডিসেম্বর মাসে কার দখলে থাকবে তা নিয়ে সংঘর্ষে লিপ্ত হন দুই তুই গ্রামের বাসিন্দারা। সংঘর্ষে গোলাগুলিও চলে বলে অভিযোগ। ফের আরো একবার গাছ কাটা নিয়ে উত্তাল হলো কোপাই তীরবর্তী এলাকা।
More Stories
Sukanya Mondal: ১৫ মাস পর তিহাড় জেল থেকে মুক্তি কেষ্ট কন্যার, জামিন দিল দিল্লি হাইকোর্ট
RG Kar Protest Kumortuli: ‘আমার দুর্গা’-র বিচারের দাবিতে রাজপথে কুমারটুলির মৃৎশিল্পীরা, কতটা পথ পেরোলে বিচার পাওয়া যাবে, জানতে চান হাতে টানা রিক্সাচালকেরা
বিচারের বাণী: ধনঞ্জয়ের ফাঁসি