সময় কলকাতা ডেস্ক : আনিস হত্যাকাণ্ডে এবার গ্রেফতার করা হল সাসপেন্ড হওয়া আমতা থানার দুই পুলিশ কর্মীকে। আজ নবান্ন থেকে তাদের গ্রেফতারের খবর জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পুলিশ সূত্রে খবর, সিভিক ভলান্টিয়ার প্রীতম ভট্টাচার্য (২৫৬) হোম গার্ড কাশীনাথ বেরা (২১৭০) কে গ্রেফতার করেছে পুলিশ।এদের হেফাজতে নেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।
দুদিন আগে গভীর রাতে বিশেষ তদন্তকারী দল আমতা থানায় এসে পৌঁছায়। এডিজি সিআইডি অপারেশন মিরাজ খালিদ, ধ্রুবজ্যোতি দে ব্যারাকপুর কমিশনারেট জয়েন্ট সিপি, হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার সৌম্য রায় ঘটনাস্থলে আসেন। এরপর দীর্ঘক্ষণ তারা আমতা থানার আধিকারিকদের সঙ্গে কথা বলেন। সেই সময় এই তিনজনের কথাবার্তায় বেশ কিছু অসঙ্গতি পায় বিশেষ তদন্তকারী আধিকারিকরা।
যদিও ঘটনার দিন কোনো সিভিক ভলান্টিয়ার ঘটনাস্থলে যায়নি বলেই সূত্রের খবর। তবে এই তিন আধিকারিক ছাড়া আরেকজন সেদিন রাত্রে ঘটনাস্থলে ছিলেন। সেই বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠিত হতে পারে বলে খবর। আপাতত এই তিন সাসপেন্ড হওয়া আধিকারিকের মধ্যে দুজনকে গ্রেফতার করা হলেও ঘটনার সত্যতা যাচাই করে ধীর গতিতে এগোতে চাইছে বিশেষ তদন্তকারী আধিকারিকরা।প্রয়োজনে ফের তারা আমতায় আসতে পারে বলে জানা যাচ্ছে।
প্রসঙ্গত, আনিসের মৃত্যুর পরেই আমতা থানার চারজন পুলিশ কর্মী এসে তার ছেলেকে খুন করে বলে অভিযোগ করেছিলেন আনিসের বাবা সালেম খান। বারংবার আমতা থানার বিরুদ্ধে তদন্ত না করার অভিযোগ এনেছে আনিসের পরিবার।
More Stories
প্রসঙ্গ বাংলাদেশ : সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে রাস্তায় মতুয়ারা
জাঁকিয়ে শীত আসবে, গরম কাপড় কেনাকাটার ধুম
সন্দেশখালিতে তরুণী খুনের তদন্ত খতিয়ে দেখতে উপস্থিত মহিলা কমিশন, প্রশ্নের মুখে পুলিশ