সময় কলকাতা ডেস্ক: বালি বোঝাই ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল শিশু সহ দু জনের। দুর্ঘটনার পরেই উত্তেজিত জনতা ঘাতক গাড়ি ও পুলিসের একটি গাড়িতে ভাঙচুর চালায়। সহ জনতার আক্রশে ভাঙ্গল পুলিসের গাড়ি ও ঘাতক গাড়িটি।এই ঘটনাকে কেন্দ্রকরে বাঁকুড়ার ওন্দা থানার মিত্তিরবাঁধ এলাকায় ব্যপক উতেতজনা ছড়িয়ে পড়ে। গণ্ডগোলের খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে হাজির হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বুধবার মিত্তিরবাঁধ এলাকায় টোটোতে শিশুসহ তিন যাত্রী শ্যামপুর থেকে রতনপুরের দিকে যাচ্ছিলেন।প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় রতনপুরের দিক থেকে কটি বালি ভার্তি ডাম্পার আসছিল । দ্রুতগতিতে আসা ডাম্পারের সঙ্গে টোটোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় । তাতেই ছিটকে পড়ে টোটোর যাত্রীরা। এক শিশু সহ টোটোর দুই যাত্রীই ছিটকে পড়েন রাস্তায় ।ডাম্পারের পিছনের চাকায় পিষ্ট হন শিশু সহ দুই যাত্রী। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় । দুর্ঘটনায় আহত হন টোটোর চালকও।চোখের সমানে শিশু ও মহিলার মৃত্যুতে ক্ষুব্ধ হয়ে ওঠে স্থানীয় বাসিন্দারা।পুলিস ঘটনাস্থলে গেলে স্থানীয় মানুষের বিক্ষোভের মুখে পড়েন তারা।দুর্ঘটনার পরই ডাম্পার চালক ও খালাসি ডাম্পারটি ফেলে রেখে এলাকা ছেড়ে পালিয়ে যায়।
এরপরেই এলাকাবাসীর ক্ষোভ গিয়ে পড়ে ডাম্পার ও পুলিশের গাড়ির উপর। ঘাতক ডাম্পারে ভাঙচুরের পাশাপাশি তারা আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করে। এলাকাবাসীর অভিযোগ,সরকার সেফ ড্রাইভ সেফ লাইফের কথা বলছে।কিন্তু পুলিস নজর রাখছে না কোন গাডি় নিয়ম ভেঙ্গে রাস্তায় চলছে।এই বিক্ষোভের মাঝে ক্ষুব্ধ জনতা ঘাতক গাড়ির পাশাপাশি পুলিসের গাড়িতেও ভাঙচুর চালায়। স্থানীয় বাসিন্দা কল্পনা কিস্কু জানান, মিত্তিরবাঁধের এই এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে।তাই তারা চান এখানে গাড়ির গতি নিয়ন্ত্রনে রাখতে বাম্পারের ব্যবস্থা করুক প্রশাসন।
More Stories
উত্তরবঙ্গে আবার রেল দুর্ঘটনা, উত্তরবঙ্গে বারংবার রেল দুর্ঘটনায় আতঙ্কিত উত্তরবঙ্গবাসী
পথকুকুরদের খেতে দেওয়া যাবে না, সল্টলেকে মহিলাকে মার!
জেলায় জেলায় মেডিক্যাল কলেজের দায়িত্ব ছেড়ে কলকাতার মিছিলে চিকিৎসকরা! ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শশীর