Home » স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, বোমাবাজি, চাঞ্চল্য

স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, বোমাবাজি, চাঞ্চল্য

সময় কলকাতা ডেস্ক: স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা নাকি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের! উত্তপ্ত শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়ার প্রফুল্ল নগর এলাকা। জানা গিয়েছে, প্রফুল্ল নগর এলাকার বাসিন্দা সঞ্চিতা সরকার এবং তার স্বামী গৌতম সরকার তারা দুজনেই তৃণমূলের ভিন্ন দুই গোষ্ঠীর সমর্থক।

গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের হয়ে ভোটে দাড়িয়ে ছিলেন সঞ্চিতা সরকার। এরপর ভোটে জিতে পঞ্চায়েতের সদস্য হন তিনি। এলাকাবাসীর অভিযোগ, প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা লেগেই থাকে। প্রতিদিনের মত বুধবার রাতেও তাদের মধ্যে ঝামেলা হয়। তারপরই সঞ্চিতা সরকার তার ঘনিষ্ঠ তৃণমূল গোষ্ঠীকে খবর দেন। এরপরই বুধবার রাতে গৌতম সরকারের উপর চড়াও হয় সঞ্চিতা সরকারের গোষ্ঠী অর্থাৎ তৃণমূলের দুষ্কৃতীরা। গৌতম সরকারকে বেধড়ক মারধর করে তারা।

এই ঘটনার খবর পেয়ে গৌতম সরকারের বাড়িতে আসে তৃণমূলের অপর একটি গোষ্ঠী। এরপর এই এলাকার তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয় ব্যাপক বোমাবাজি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। আশেপাশের বাড়ির উঠোন থেকে এবং রেল লাইনের পাশ থেকে একাধিক বোমা উদ্ধার করে পুলিশ। প্রশাসনের কাছে যত দ্রুত সম্ভব পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে স্থানীয়রা। তবে এই ঘটনায় এলাকার তৃণমূল কংগ্রেস নেতৃত্বের কাছ থেকে কোনো রকম কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

About Post Author