সময় কলকাতা ডেস্ক: পুলিশের চোখে ধুলো দিয়ে অভিনব কায়দায় রমরমিয়ে চলছিল কয়লা পাচার।গোপন সূত্রে খবর পেয়ে অবৈধ কয়লা পাচারের পর্দা ফাঁস করল বীরভূম পুলিস। ট্রাক্টরের ডালায় চারপাশে ইট সাজিয়ে মাঝখানে কয়লা রেছে ফের তা ইট দিয়ে চাপা দিয়ে কয়লা পাচারের কাজ চলছিল। এদিন একটি ট্রাক্টর ধরা পড়ার পরেই পাচারকারীদের অভিনব কায়দা দেখে কার্যত চক্ষু চড়কগাছ সদাইপুর থানার পুলিশ আধিকারিকদের। এরপরেই পুলিশ কয়লা বোঝাই ট্রাক্টরটি আটক করে।
সম্প্রতি প্রকাশ পেয়েছে হিন্দি সুপার হিট সিনেমা ‘পুষ্পা দ্য রাইজ’।এই সিনেমায় দেখা গেছিল পুলিশের চোখে ধুলো দিয়ে চন্দন কাঠ পাচার করছিল চোরকারবারীরা।ঠিক ওই সিনেমাটির স্টাইলেই যেন কয়লা পাচার করছিল শেখ হাসনাত আলী নামে এক ট্রাক্টর চালক।বুধবার রাতে বীরভূম জেলার সদাইপুর থানার ওসি মিকাইল মিয়া জানতে পারেন বেশ কিছুদিন ধরেই কয়লাপাচারকারীরা কয়লা পাচার করছে।গোপন সূত্রে কয়লা পাচারের খবর পেয়ে অভিযান চালায় পুলিশ।তারপরই কয়লা ও ইট বোঝাইকারী একটি ট্রাক্টরকে আটক করেন সদাইপুর থানা। আটক করা ট্রাক্টরটিতে প্রায় ৪ টন কয়লা পাচার করা হচ্চিল।
পুলিসের দাবি, আটককরা কয়লার বাজার মূল্য পঞ্চাশ হাজার টাকা।ইতিমধ্যেই পুলিশ ট্রাক্টর চালককে আটক করেছেন।এছাড়াও কয়লা ও ইটের পাশাপাশি অন্য কিছু পাচার করা হচ্ছে কিনা সে বিষয়েও খতিয়ে দেখছেন পুলিশ। এছাড়াও এইভাবে আর কতগুলি ট্রাক্টর কয়লা পাচারের সঙ্গে যুক্ত পুলিশ তা জানার চেষ্টা করছে। শুধু তাই নয় কোথা থেকে কোথায় কয়লা পাচার হত কার নির্দেশে এই অবৈধ কারবার চলছিল পুলিশ তা জানার চেষ্টা করছে।
More Stories
বিধানসভায় স্পিকারের কাছে চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধি দল, কী দাবি?
‘দেউলিয়া’ প্রতিষ্ঠান, নিয়োগ বন্ধ! অথৈ জলে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পাঠনপাঠন
অ্যান্টিডিপ্রেসেন্টে সারবে ক্যান্সার, দাবি পুরুলিয়ার একদল চিকিৎসকের!