Home » কমছে করোনার সংক্রমণ ও মৃত্যুহার

কমছে করোনার সংক্রমণ ও মৃত্যুহার

সময় কলকাতা ডেস্ক : করোনা বিধিনিষেধ আরোপ এবং টিকাকরণকে হাতিয়ার করে বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে মারণ ভাইরাস। গত কয়েক সপ্তাহে যেমন সংক্রমণ কমেছে তেমনই কমেছে মৃত্যুর হারও।স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, দেশে গত এক দিনে করোনায় সংক্রমিত হয়েছেন ১৪ হাজার ১৪৮ জন। একটানা সাত দিনেরও বেশি সময় ধরে দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা ২০ হাজারের নিচে রয়েছে। বর্তমানে পজিটিভিটি রেট ১.২২ শতাংশ।

পাশাপাশি কমেছে দেশের মৃত্যুহার। দেশে গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩০২ জনের। দেশে এখনও পর্যন্ত কোভিডের কারণে প্রাণ হারিয়েছেন ৫ লক্ষ ১২ হাজার ৯২৪ জন।নিম্নমুখী অ্যাকটিভ কেস। বর্তমানে দেশে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১ লক্ষ ৪৮ হাজার ৩৫৯। এখনও পর্যন্ত করোনাকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ কোটি ২২ লক্ষ ১৯ হাজার ৮৯৬ জন। সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৮.৪৬ শতাংশ।

About Post Author