সময় কলকাতা ডেস্ক : করোনা বিধিনিষেধ আরোপ এবং টিকাকরণকে হাতিয়ার করে বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে মারণ ভাইরাস। গত কয়েক সপ্তাহে যেমন সংক্রমণ কমেছে তেমনই কমেছে মৃত্যুর হারও।স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, দেশে গত এক দিনে করোনায় সংক্রমিত হয়েছেন ১৪ হাজার ১৪৮ জন। একটানা সাত দিনেরও বেশি সময় ধরে দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা ২০ হাজারের নিচে রয়েছে। বর্তমানে পজিটিভিটি রেট ১.২২ শতাংশ।
পাশাপাশি কমেছে দেশের মৃত্যুহার। দেশে গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩০২ জনের। দেশে এখনও পর্যন্ত কোভিডের কারণে প্রাণ হারিয়েছেন ৫ লক্ষ ১২ হাজার ৯২৪ জন।নিম্নমুখী অ্যাকটিভ কেস। বর্তমানে দেশে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১ লক্ষ ৪৮ হাজার ৩৫৯। এখনও পর্যন্ত করোনাকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ কোটি ২২ লক্ষ ১৯ হাজার ৮৯৬ জন। সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৮.৪৬ শতাংশ।
More Stories
জেলায় জেলায় মেডিক্যাল কলেজের দায়িত্ব ছেড়ে কলকাতার মিছিলে চিকিৎসকরা! ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শশীর
প্রসূতি মৃত্যু মামলায় রিঙ্গার ল্যাকটেট স্যালাইনকে ‘ক্লিনচিট’ রাজ্যের!
স্যালাইনের পর ফার্মা ইমপেক্স ল্যাবরেটরির ১৭টি ওষুধ নিষিদ্ধ ঘোষণা করল স্বাস্থ্যভবন