Home » আমার ছেলেকে ফিরিয়ে দিন, মহিষাদলের পড়ুয়া দেবজিতের মায়ের কাতর আবেদন

আমার ছেলেকে ফিরিয়ে দিন, মহিষাদলের পড়ুয়া দেবজিতের মায়ের কাতর আবেদন

সময় কলকাতা ডেস্কঃ  ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধের আজ তৃতীয় দিন। বুধবার গভীর রাত থেকেই ইউক্রেনের উপরে লাগাতার হামলা চালিয়েছে রাশিয়া। একই সঙ্গে চলেছে গোলা বর্ষণ ও যুদ্ধ বিমান হানা। এদিকে,এই ইউক্রেনেই  আটকে রয়েছে প্রায় ২০ হাজার প্রবাসী ভারতীয়। তার মধ্যে ১৮ হাজারেরও বেশি আবার ডাক্তারি ইঞ্জিনিয়ারিং-এর পড়ুয়া। রাশিয়া সামরিক অভিযান শুরুর সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয়েছে  ইউক্রেনের আন্তর্জাতিক উড়ান। কেন্দ্রের তরফে  এয়ার ইন্ডিয়ার বিশেষ উদ্ধারকারী বিমান পাঠানো হলেও, তা নামতে না পারার কারণে যাত্রীশূন্য অবস্থাতেই ফিরতে হয়। এই পরিস্থিতিতে ইউক্রেন থেকে ছেলেকে ফেরাতে সরকারের কাছে কাতর আবেদন মা বাবার।পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার তেরোপেখ্যা গ্রামের বাসিন্দা দেবজিৎ বর্মন  ডাক্তারি পড়তে গিয়ে আটকে পড়েছেন ইউক্রেনে। এখন রাশিয়া ও ইউক্রেনের দুই দেশের মধ্যে যুদ্ধের খবর পেয়ে উদ্বেগে রয়েছেন দেবজিতের বাবা বিকাশ চন্দ্র বর্মন ও তার পরিবার। দেবজিতের মা বৃহস্পতিবার ছেলের সঙ্গে শেষ কথা বলেন বিকাল সাড়ে পাঁচটায়। তারপর আর তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব  হয়নি। দেবজিতের পরিবার স্থানীয় প্রশাসনকেও জানিয়েছেন। জেলা শাসক দেবজিতের পরিবারকে লিখিত আবেদন করতে বলেছেন। পাশাপাশি দেবজিতের বাবা মা অহরাত্রি খবরের চ্যানেলে চোখ রেখে চলেছেন।দেবজিতের মায়ের একটাই আবেদন আমার ছেলেকে ফিরিয়ে দিন।  আমার ছেলে শুধুতো ডাক্তারি পড়তে গিয়েছিল ও দেশে। সেতো কোন অপরাধ করেনি। দেবজিতের বাবা বলেন তার সঙ্গে শেষ কথা হয় বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার সময়। তারপর আর কোন যোগাযোগ করা যায়নি। এমনকি মাঝে মাঝে মোবাইলের রিং হলেও দেবজিত ফোন ধরছে না।তবে আশার কথা বিকল্প কোনও পথে পড়ুয়াদের ফিরিয়ে আনার পরিকল্পনা করছে বিদেশমন্ত্রকও। কেন্দ্রের তরফেও ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের সহায়তার জন্য বিশেষ হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে, তা ২৪ ঘণ্টাই চালু রাখা হয়েছে। এছাড়াও যদি ভারতীয় বিমান আকাশ পথে যাওয়ার অনুমতি পায় ইউক্রেনের তরফে তবে নতুন করে বিমানের ব্যবস্থা করা হবে। এছাড়াও পড়ুয়াদের অভিভাবকদের দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও বিদেশমন্ত্রকের ওয়েবসাইটে নজর রাখতে অনুরোধ করা হয়েছে ।

 

 

 

 

 

 

 

About Post Author