Home » দফায় দফায় ভোট লুটের অভিযোগ

দফায় দফায় ভোট লুটের অভিযোগ

সময় কলকাতা ডেস্কঃ আজ, ১০৮ টি পুরসভার নির্বাচন। সকাল থেকেই শুরু হয়েছে ভোট গ্রহন। রবিবার সকাল থেকেই দফায় দফায় উত্তপ্ত বিভিন্ন পুরসভা এলাকা। এবার উত্তর দমদম পুরসভায় ভোট লুটের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। উত্তর দমদম পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থীকে হেনস্তার অভিযোগ উঠেছে।

নির্দল প্রার্থী প্রণব কুমার রায় সহ তার বুথ এজেন্টকে চ্যাংদোলা করে পুলিশের গাড়িতে তোলা হয়। সকাল থেকেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বুথ দখলের অভিযোগ ওঠে। এর পরই ভোট কেন্দ্রে উত্তেজনা ছড়ায়। উত্তেজনা সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি, দক্ষিণ দমদম পৌরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের ১০৮ নম্বর বুথে সকাল থেকেই ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।

About Post Author