Home » বিজেপি ডাকা বন্‌ধে রণক্ষেত্র বালুরঘাটের ট্যাংক মোড়

বিজেপি ডাকা বন্‌ধে রণক্ষেত্র বালুরঘাটের ট্যাংক মোড়

সময় কলকাতা ডেস্ক : পুরভোটে সন্ত্রাসের প্রতিবাদে ১২ ঘন্টার বাংলা বনধের ডাক দিয়েছিল বিজেপি।  বিজেপির ডাকা ১২ ঘন্টার বাংলা বন্‌ধকে কেন্দ্রকরে  কার্য়ত রণক্ষেত্রের চেহারা নিল বালুরঘাটের ট্যাংক মোড়। সোমবার সকাল থেকেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্ব দলের কর্মী সমর্থকরা বন্‌ধ সফল করতে রাস্তায় নামেন। নির্বাচন বাতিল করার দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি কর্মীরা। খবর পেয়ে বালুরঘাট থানার আইসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ট্যাংক মোড়ে হাজির হয়। পুলিস এসে রাস্তা অবরোধ তুলে দেওয়ার চেষ্টা করে।

পুলিস অবরোধ তুলতে গেলেই প্রথমে বিজেপি কর্মীদের সঙ্গে বচসা শুরু হয়। বিজেপির রাজ্য সভাপতি প্রতিবাদ জানিয়ে সামনের দিকে এগিয়ে যান। এরপরেই প্রথমে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। অভিযোগ ধস্তাধস্তির সময় বিজেপির রাজ্য সভাপতির নিরাপত্তারক্ষীরাও পুলিশের উপর চড়াও হয়।এরপরেই এলাকা কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। ঘটনাস্থল থেকে বেশ কয়েকজন বিজেপি কর্মীকে পুলিশ আটক করে।

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, এদিন আমরা শান্তিপূর্ণভাবেই বন্‌ধের সমর্থনে রাস্তায় নেমেছিলাম। এতদিন তৃণমূল আমাদের উপর হামলা করত। কিন্তু এবার তারা হামলা করে পুলিশকে আমাদের মারধরের জন্য লেলিয়ে দিয়েছে।পুলিশ আমাদের বিধায়ক, কর্মী ও আমাকেও ধাক্কা মেরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। কেউ আইন ভাঙলে পুলিশ তাকে গ্রেপ্তার করতেই পারে। কিন্তু গায়ে হাত দেোয়ার অধিকার পুলিশকে কে দিয়েছে তা নিয়ে প্রশ্ন তোলেন সুকান্তবাবু।

 

About Post Author