Home » সমাধিস্থ গ্যাংস্টার বিধায়ক মুখতার আনসারী, তাঁর মৃত্যুতে একদিকে শোক, অন্যদিকে ‘হোলির আনন্দ’

সমাধিস্থ গ্যাংস্টার বিধায়ক মুখতার আনসারী, তাঁর মৃত্যুতে একদিকে শোক, অন্যদিকে ‘হোলির আনন্দ’

সময় কলকাতা ডেস্ক,৩০ মার্চ : প্রচুর লোক সমাগম ও কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে  শনিবার গাজীপুরের কালিবাগ কবরস্থানে  সমাধিস্থ করা হল গাজীপুরের একদা গ্যাংস্টার তথা বাহুবলি রাজনীতিবিদ মুখতার আনসারীকে। তাঁর প্রয়াণের ৪৮ ঘন্টাও কাটে নি। ইতিমধ্যেই বিভিন্ন প্রান্ত থেকে পাওয়া যাচ্ছে বিভিন্ন রকম প্রতিক্রিয়া যার মধ্যে অত্যন্ত উল্লেখযোগ্য উত্তরপ্রদেশের  অকাল প্রয়াত বিজেপি বিধায়ক  কৃষ্ণনন্দ রাইয়ের বিধবা স্ত্রী অলকা রাইয়ের বক্তব্য। তিনি বলেছেন, হোলির মত মনে হচ্ছে। অলকা রাই জানিয়েছেন,মুখতার আনসারীর  মৃত্যু  তাঁর কাছে ” ঈশ্বরের আশীর্বাদ”।  তিনি এও জানিয়েছেন একে ( মুখতারের মৃত্যুকে ) শিবের আশীর্বাদ বলেই মনে করছেন। তাঁর স্বামীকে খুনের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন মুখতার আনসারী । বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হয়ে  মৃত্যু হয় ৬১ বছর বয়সী মুখতার আনসারীর।

২০০৫ সালের নভেম্বরে গাজীপুরে একটি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করে ফেরার সময় বিধায়ক রাই ও তাঁর ছয় সঙ্গীকে গুলি করে খুন করা হয়। এই মামলায় প্রধান অভিযুক্ত ছিলেন মুখতার আনসারী। ১৮ বছর ধরে মামলা চলার পর  ২০২৩ সালের এপ্রিল মাসে আনসারীকে দোষী সাব্যস্ত করে দশ বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় স্পেশাল কোর্ট (এমপি / এমএলএ আদালত)।

৬ ফুট ৫ ইঞ্চি উচ্চতার গাজীপুরের মুখতার আনসারী আশি ও নব্বইয়ের দশকে মাখানু সিং গ্যাংয়ের প্রধান সদস্য  হিসেবে ত্রাস হয়ে ওঠেন। ৯৫ সালে রাজনীতিতে তার প্রবেশ। তিনি  মাউ থেকে পাঁচবারের নির্বাচিত বিধায়ক। দুবার তিনি বহুজন সমাজ পার্টি থেকে নির্বাচিত হন। গাজীপুর- মাউ এলাকার সংখ্যালঘু ভোটব্যাংক তাঁর রাজনৈতিক সাফল্যের প্রধান চাবিকাঠি। ২০০৫ সাল থেকে বিভিন্ন অভিযোগের দোষী প্রমাণিত হয়ে  তাঁকে জেলের পেছনে কাটাতে হয়েছে। খুন সহ ৬৫টি বিভিন্ন অভিযোগে তিনি অভিযুক্ত ছিলেন যারমধ্যে ৮ টি ক্ষেত্রে তিনি দোষী সাব্যস্ত হয়েছিলেন।

আরও পড়ুন পাকিস্তান দলে ফিরছেন বিতর্কিত ফাস্ট বোলার মহম্মদ আমির ?

 

About Post Author