Home » বিশেষ চাহিদা সম্পন্ন মহিলার সঙ্গে সহবাস ধর্ষণের সমতুল্য, জানাল আদালত

বিশেষ চাহিদা সম্পন্ন মহিলার সঙ্গে সহবাস ধর্ষণের সমতুল্য, জানাল আদালত

সময় কলকাতা ডেস্ক,২৮ এপ্রিল : ২৩ বছরের এক বিশেষ চাহিদা সম্পন্ন  যুবতীর সঙ্গে সহবাস করে তাঁকে অন্তঃসত্ত্বা করার অভিযোগে মুম্বাইয়ের এক আদালত ২৪ বছর বয়সী ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডে দন্ডিত করেছে। বিচারক তাঁর রায়দানে জানিয়েছেন, স্বাভাবিক ভারসাম্য না থাকার জন্য বিশেষ চাহিদা সম্পন্ন  নারীর সঙ্গে যৌনতা অপরাধ এবং এক্ষেত্রে সহবাস ধর্ষণের সমতুল্য।

মুম্বাইয়ের আদালতে শুনানির পরে রায়দানের সময় বিচারপতি ডিজি ধোবলে জানিয়েছেন,অভিযুক্ত এক্ষেত্রে কার্যত ধর্ষণ করেছে কারণ সে বিশেষ চাহিদা সম্পন্ন নারীর  অসহায়তার সুযোগ নিয়েছে যে কিনা স্বাভাবিক মানসিক সুস্থতা না থাকায় বিশেষ মনোযোগ , ভালোবাসা ও স্নেহের যোগ্য। এক্ষেত্রে মানসিক সুস্থতা না থাকায়  নারীর সম্মতি ছিল কিনা তা বিচার্য নয় এবং নারীর সম্মতি অভিযুক্তর রক্ষাকবচ নয় তা পরিষ্কার করে দেয় আদালত। এরআগে শুনানির সময়, সরকারি আইনজীবী জানিয়েছিলেন, বয়স ২৩ হলেও ‘ নির্যাতিতার ‘ মস্তিষ্কের বয়স ৯ বছরের সমতুল্য।।

About Post Author