সময় কলকাতা ডেস্ক, ১৭ মেঃ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার কর্মসূচির পরদিনই ভোট পরবর্তী হিংসা মামলার তদন্তে কাঁথিতে সিবিআই হানা। শুক্রবার সকাল ৬ টা নাগাদ ১১ টি গাড়িতে মারিশদা থানা এলাকায় যান সিবিআইয়ের আধিকারিকরা। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। ভোট পরবর্তী হিংসা মামলার তদন্তে সাতসকালে ৩ নম্বর ব্লকের ভাজাচাউলির ২ তৃণমূল নেতা নন্দদুলাল মাইতি ও দেবব্রত পণ্ডার বাড়িতে পৌঁছন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।
আরও পড়ুন বনগাঁ কেন্দ্রে শান্তনুর গলার কাঁটা সুমিতা পোদ্দার, বিশ্বজিত কি বাজিমাত করবেন?
জানা গিয়েছে, ২০২১ সালের বিধানসভা ভোটে এগরা থানার বাথুয়াড়ি এলাকার এক ব্যক্তিকে মারধরের অভিযোগ ছিল নন্দদুলাল মাইতিদের বিরুদ্ধে। যদিও সিবিআই-এর তালিকায় নন্দদুলালের নাম নেই। রয়েছে তাঁর ছেলে বুদ্ধদেব মাইতির নাম। এদিন সিবিআইয়ের আধিকারিকরা বুদ্ধদেবকে না পেয়ে নন্দদুলালকে জেরা করার চেষ্টা করে।
আরও পড়ুন পার্থ – অর্জুনের যুদ্ধে কোথায় কে এগিয়ে, কোথায় কে পিছিয়ে?
অপরদিকে, তৃণমূল নেতা দেবব্রত পন্ডা কে না পেয়ে তার মেয়েকে জেরা করে বলে খবর। তবে কাউকে গ্রেফতার করেনি তারা। এদিকে অভিযানের খবর পেয়ে সিবিআইয়ের তালিকায় এক নম্বরে নাম থাকা কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশচন্দ্র বেজ গা ঢাকা দিয়েছেন।
#CBIRaids
#East Midnapore
More Stories
পরিবারের অমতে বিয়ে করার কারণে মেয়ের শ্রাদ্ধানুষ্ঠান করল পরিবার
‘যদি কেউ বলে আইপ্যাক থেকে এসেছি ‘ কী বললেন অভিষেক ?
ভারচুয়াল বৈঠকে অভিষেক, নজর রাজনৈতিক মহলের