Home » loksabha election 2024: রাজ্যে আট কেন্দ্রে শুরু চতুর্থ দফার ভোটগ্রহণ, দফায় দফায় অশান্তি বোলপুরে

loksabha election 2024: রাজ্যে আট কেন্দ্রে শুরু চতুর্থ দফার ভোটগ্রহণ, দফায় দফায় অশান্তি বোলপুরে

সময় কলকাতা ডেস্ক, ১৩ মেঃ দেশজুড়ে শুরু চতুর্থ দফার লোকসভা নির্বাচন। এই দফায় জম্মু-কাশ্মীর, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ-সহ ১০টি রাজ্যের মোট ৯৬টি আসনে শুরু হয়েছে গণতন্ত্রের উৎসব। এর মধ্যে পশ্চিমবঙ্গের আটটি আসন- কৃষ্ণনগর, রানাঘাট, বীরভূম, বোলপুর, বহরমপুর, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, আসানসোলে ভোটগ্রহণ চলছে। এই ৮ টি কেন্দ্রে ৭৫ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে।

আরও পড়ুন   Lok Sabha Election 2024: কবির ছবি বিভ্রাটে বিজেপি, প্রধানমন্ত্রীর হাতে দেওয়া হল রবীন্দ্রনাথের উল্টো ছবি, কটাক্ষ তৃণমূলের

এদিন সকাল ৯টা পর্যন্ত বোলপুরে ভোট পড়েছে ১৬.৪৬ শতাংশ, পূর্ব বর্ধমানে পড়েছে ১৫.৮৮ শতাংশ, পশ্চিম বর্ধমান অর্থাৎ দুর্গাপুরে ১৪.০৮ শতাংশ, বীরভূমে ১৪.৫৫ শতাংশ, বহরমপুরে ভোট পড়েছে ১৬.৯৭ শতাংশ, কৃষ্ণনগরে ১৫.৬৭ শতাংশ, রানাঘাটে ১৫.৩১ শতাংশ, আসানসোলে ভোট পড়েছে ১৩.০৩ শতাংশ। সবকটি বুথই কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে। সাত সকালেই রাজনৈতিক দলের পোলিং এজেন্টরা পৌঁছে গিয়েছেন ভোটগ্রহণ কেন্দ্রে। সকাল থেকেই রানাঘাট, বীরভূম, বোলপুর, বহরমপুর, বর্ধমান পূর্ব, আসানসোল থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর এসেছে। এদিন সকাল থেকেই উত্তপ্ত বোলপুর লোকসভা। ইলামবাজার সংলগ্ন এলাকার ভোটারদের বুথে না যাওয়ার জন্য হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

অন্যদিকে, বোলপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত নানুর বিধানসভার আট গ্রাম প্রাইমারি বিদ্যালয় ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ছাপ্পা ভোট, ভোটারদের মারধর, বিজেপি এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়া, অস্ত্র নিয়ে বুথ চত্বরে ঘুরছেন তৃণমূল কর্মীরা। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এদিকে, বোলপুর লোকসভা কেন্দ্রের মঙ্গলকোটের যবগ্রামে বিজেপির পোলিং এজেন্ট গয়ারাম পণ্ডিত ও বাপি বাগকে মারধর করে বের করে দেওয়ার অভিযোগে কাঠগড়ায় তৃণমূল।

আরও পড়ুন   Narendra Modi and Mamata Banerjee: সন্দেশখালি প্রসঙ্গে ভাটপাড়া থেকে তৃণমূলকে নিশানা মোদির, আমডাঙার সভা থেকে প্রধানমন্ত্রীকে পাল্টা ‘সন্দেশ’ দিলেন মমতা

#loksabhaelection2024

#Latestbengalinews

#Trendingnews

About Post Author