Home » IT Raid: ভোটের আবহে জুতো ব্যবসায়ীর বাড়ি থেকে ৬০ কোটি উদ্ধার আয়কর দফতরের

IT Raid: ভোটের আবহে জুতো ব্যবসায়ীর বাড়ি থেকে ৬০ কোটি উদ্ধার আয়কর দফতরের

সময় কলকাতা ডেস্ক, ১৯ মেঃ ভোটের আবহে তিন জুতো ব্যবসায়ীর অফিস ও বাড়িতে হানা দিয়ে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করল আয়কর আধিকারিকরা। সূত্রের খবর, শনিবার বিকেল থেকে তল্লাশি অভিযান শুরু হয়েছে। রবিবার সকাল থেকেও চলছে সেই অভিযান। এদিন এক ব্যবসায়ীর বাড়ি থেকেই ৬০ কোটি উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের আগ্রায় ৩ ব্যবসায়ীর বাড়ি এবং শোরুমে এই অভিযান চলে। রবিবারও চলছে সেই অভিযান।  

আরও পড়ুন    OPTICAL ILLUSION: মাত্র ১ শতাংশ জিনিয়াস পেরেছেন নিচের ছবি দুটি থেকে ৪০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে, আপনি পারবেন?

আয়কর দফতর সূত্রে খবর, উত্তরপ্রদেশের আগরার ওই তিন ব্যবসায়ীর বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠছিল। এছাড়াও আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির মামলা রুজু করা হয়েছে তিন জনের বিরুদ্ধে। জানা গিয়েছে, শনিবার বিকেল ৩টে নাগাদ আয়কর আধিকারিকেরা কয়েকটি দলে ভাগ হয়ে আগরার ওই তিন ব্যবসায়ীর বাড়ি, শোরুম এবং অফিসে হানা দেন। সেই তল্লাশি অভিযানে নগদ কোটি কোটি টাকা এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হয়েছে।  

আরও পড়ুন   Governor CV Ananda Bose: রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে রাজভবনের তিন কর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের

জানা গিয়েছে, যে তিন জনের বাড়িতে আয়কর হানা চলছে, সেই তিন জন আগরার নামী ব্যবসায়ী। সূত্রের খবর, উদ্ধার হওয়া টাকা গুনতে এদিন আনানো হয় মেশিন। এছাড়াও ব্যাঙ্কের কর্মীদেরও ওই টাকা গোনার কাজে লাগানো হয়েছে। তবে, এই টাকার পরিমাণ আরও বাড়তে পারে বলে মনে করছেন আয়কর আধিকারিকেরা। তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, ব্যবসায়ীদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার বাজেয়াপ্ত করা হয়েছে।

আরও পড়ুন   Lok Sabha Election 2024: তৃণমূলের দুর্গ রক্ষা, বিজেপির মীরাক্কেল নাকি সেলিম ম্যাজিক, কেমন হল হাইভোল্টেজ মুর্শিদাবাদ কেন্দ্রের নির্বাচন? দেখে নিন একনজরে

About Post Author