Home » মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের জের, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রচারে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা কমিশনের

মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের জের, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রচারে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা কমিশনের

সময় কলকাতা ডেস্ক, ২১ মেঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জেরে কড়া পদক্ষেপ নিল কমিশন। এবার তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ‘সেন্সর’ করল কমিশন। জানা গিয়েছে, মঙ্গলবার বিকেল ৫টা থেকে ২৪ ঘণ্টা নির্বাচনী প্রচার করতে পারবেন না তিনি। ইতিমধ্যেই নির্বাচন কমিশন প্রাক্তন বিচারপতিকে চার পাতার চিঠি মারফত তীব্র ভর্ৎসনা করেছেন। একই চিঠি বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডাকেও পাঠানো হয়েছে। নির্বাচন কমিশনের তরফে চিঠিতে জানানো হয়েছে, আগামীদিনে আর কোনও বিজেপি প্রার্থী যেন দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে কুরুচিকর ভাষায় আক্রমণ না করেন। এর পাশাপাশি বলা হয়েছে, কোনও রাজনৈতিক দলের বিরুদ্ধে প্রচার করার সময়ে তাঁদের নীতি, কর্মসূচি এবং অতীতের কাজ ইত্যাদির মধ্যেই সমালোচনাকে সীমাবদ্ধ রাখতে হবে। বিরোধী দলের নেতা বা নেত্রীর ব্যক্তিগত জীবন সম্পর্কে কোনও মন্তব্য করা চলবে না। প্রমাণ নেই এমন কোনও অভিযোগ করা থেকে প্রার্থীদের বিরত থাকতে হবে।

আরও পড়ুন   Argentina National Football Team: লাতিন আমেরিকা ফুটবলে সেরার যুদ্ধে দল ঘোষণা বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফুটবল দলের

প্রসঙ্গত, গত ১৫ মে হলদিয়ার চৈতন্যপুরে বিজেপির নির্বাচনী সভা ছিল। সেখানেই মুখ্যমন্ত্রীর নাম করে কুরুচিকর মন্তব্য করেছিলেন অভিজিতবাবু। তারই একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়। সেখানে বিজেপি প্রার্থীকে বলতে শোনা যায় ‘তৃণমূল বলছে, রেখা পাত্রকে কেনা হয়েছিল ২০০০ টাকায়। মমতা বন্দ্যোপাধ্যায় তুমি কত টাকায় বিক্রি হও? তোমার হাতে কেউ ৮ লক্ষ টাকা গুঁজে দিলে চাকরি হয়, কেউ ১০ লক্ষ টাকা দিলে রেশন হাওয়া হয়ে যায়। রেখা পাত্র গরিব মানুষ, লোকের বাড়িতে কাজ করে, আমাদের প্রার্থী। সে জন্য তাঁকে ২০০০ টাকায় কেনা যায়?’
তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই কুরুচিকর মন্তব্যের জেরে গত ১৭ মে তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে দ্বারস্থ হয় তৃণমূল কংগ্রেস। অভিজিতের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার আর্জি জানায় রাজ্যের শাসক দল। এরপর তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শোকজ করে নির্বাচন কমিশন জানায়, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আগামী ২০ মে-র মধ্যে এই শোকজ নোটিশের জবাব দিতে হবে। আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগে কেন অভিজিতের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে না, সেই বিষয়ে জবাব তলব করে কমিশন। নির্দিষ্ট সময়সীমার মধ্যেই নির্বাচন কমিশনের শোকজের নোটিশের জবাব লিখে চিঠি পাঠান বিজেপি প্রার্থী। কিন্তু অভিজিতের উত্তরে সন্তুষ্ট হয়নি কমিশন। এরপরই তাঁর প্রচারে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি করে কমিশন।

About Post Author