Home » বিধ্বংসী অগ্নিকাণ্ড পার্ক স্ট্রিটের একটি রেস্তরাঁয়, ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন

বিধ্বংসী অগ্নিকাণ্ড পার্ক স্ট্রিটের একটি রেস্তরাঁয়, ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন

সময় কলকাতা ডেস্ক: ১১ জুনঃ ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড খাস কলকাতায়। দাউদাউ করে জ্বলে উঠল পার্ক স্ট্রিটের একটি রেস্তরাঁ। মঙ্গলবার সকালে ভয়াবহ আগুন লাগে পার্ক স্ট্রিটে অ্যালেন পার্কের পাশে একটি রেস্তরাঁয়। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে গোটা এলাকাজুড়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে আসে দমকলের ৮টি ইঞ্জিন। দমকল কর্মীদের প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে এখনও পুরোপুরি পরিস্থিতি আয়ত্তে নয়। ঘটনাস্থলে রয়েছেন পুলিশ ও দমকলের আধিকারিকরা। প্রচুর ক্ষয়ক্ষতি হলে এখনো পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন     কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ, দক্ষিণবঙ্গে কবে ঢুকবে বর্ষা? জেনে নিন হাওয়া অফিসের বড় আপডেট

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে হঠাৎই আগুন লেগে যায় পার্ক স্ট্রিটে অ্যালেন পার্কের পাশে ওই রেস্তরাঁয়। প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুদ থাকায় কয়েক মিনিটের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়তে থাকে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক আতঙ্কে সৃষ্টি হয় গোটা চত্বর জুড়ে। দ্রুত আগুনের লেলিনহান শিখা বাড়তে থাকে। স্থানীয়রা আতঙ্কিত হয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। সেই সময় রেস্তরাঁর ভিতরে কয়েকজন কর্মী ছিলেন। কর্মীরাই তড়িঘড়ি খবর দেয় দমকলে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৮ টি ইঞ্জিন। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে আগুন নিভানোর কাছে হাত লাগান।

গোটা এলাকা ফাঁকা করতে শুরু করে তারা। ওই বহুতল ও আশেপাশে একাধিক অফিস রয়েছে। সেখানকার কর্মীদের সরানো হয়। মুহূর্তের মধ্যে একের পর এক গ্যাস সিলিন্ডার বের করার কাজেও হাত লাগান তারা। দমকল কর্মীদের প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে ঘটনার যে দৃশ্য প্রকাশ্যে এসেছে, তাদেরকে বোঝা যাচ্ছে এদিন আগুনের তীব্রতা ঠিক কতটা ছিল। প্রাথমিকভাবে দমকল কর্মীদের অনুমান শর্ট সার্কিটের জেরেই আগুন লেগেছে। কীভাবে আগুন লাগল, যদিও তা জানা যায়নি। সবটা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্তে নেমেছে প্রশাসন। তবে এই অগ্নিকাণ্ডে প্রচুর ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

#Latestbengalinews

#massivefireatparkstreet

About Post Author