সময় কলকাতা ডেস্ক, ১০ জুলাইঃ বুধবার সাত রাজ্যের ১৩টি বিধানসভা কেন্দ্রে চলছে উপনির্বাচন। এই ১৩টি কেন্দ্রের মধ্যে রাজ্যের চার বিধানসভা কেন্দ্র -মানিকতলা, বাগদা, রানাঘাট দক্ষিণ ও রায়গঞ্জে চলছে উপনির্বাচন। রাজ্যে মোট ৩৪ জন প্রার্থী রয়েছেন লড়াইয়ের ময়দানে। রায়গঞ্জ, রানাঘাট-দক্ষিণ ও মানিকতলায় তৃণমূল কংগ্রেস, বিজেপি ও কংগ্রেস-বাম জোটের মধ্যে ত্রিমুখী লড়াই হচ্ছে। বাগদা বিধানসভায় বাম-কংগ্রেস জোটে জট তৈরি হয়েছে। ফরওয়ার্ড ব্লক ও কংগ্রেস ওই কেন্দ্রে আলাদাভাবে প্রার্থী দেওয়ায় চর্তুমুখী লড়াই হচ্ছে। এদিন সকাল ১১ টা পর্যন্ত চার কেন্দ্রে ভোটের গড় হার ২৪.২০ শতাংশ। এর মধ্যে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে এখনও পর্যন্ত ভোটের হার ২৬.৩২ শতাংশ। রায়গঞ্জে ভোট পড়েছে ২৫.৯৮ শতাংশ। অন্যদিকে, বাগদায় ভোটদানের হার ২২.৬৩ শতাংশ। এখনও পর্যন্ত ভোটের হারে সবথেকে পিছিয়ে রয়েছে মানিকতলা। এখানে প্রদত্ত ভোটের হার ২১.৮৯ শতাংশ। এখনও অবধি ভোটদানের হারে শীর্ষে রয়েছে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র।
আরও পড়ুন By-Election 2024: উপনির্বাচনের শুরুতেই দফায় দফায় অশান্তি বাগদায়, বুথ জ্যামের অভিযোগ TMC-র বিরুদ্ধে
এদিন সকাল থেকে সবকটি বুথই রয়েছে কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে। বাগদা, রায়গঞ্জ, রানাঘাট থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর এসেছে। নির্বাচন কমিশনারের কাছে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত মোট ২৬ টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে ২০টি অভিযোগই এসেছে রানাঘাট দক্ষিণ কেন্দ্র থেকে। রাণাঘাটের পায়রাডাঙায় ভোটের আগের দিন রাতে ৩০ থেকে ৪০ জনের এক দল দুষ্কৃতীর হামলা চালানোর অভিযোগ উঠেছে। রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের পায়রাডাঙ্গার গ্রাম পঞ্চায়েতে বিজেপি সদস্য গৌতম বিশ্বাসের বাড়ি ভাঙচুর করা হয়েছে। এমনকী বেধড়ক মারধর করা হয়েছে তাঁকে। গুরুতর আহত অবস্থায় রানাঘাট হাসপাতালে ভর্তি রয়েছেন গৌতম। বিজেপি কর্মী-এজেন্টকেও মারধরের অভিযোগ উঠেছে। রানাঘাট কাণ্ডে জরুরি ভিত্তিতে এটিআর তলব করেছে কমিশন। দু’ঘন্টার মধ্যে সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিক এবং পুলিশ সুপারের কাছ থেকে রিপোর্ট তলব করেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।
প্রসঙ্গত, বাংলার চার বিধানসভা কেন্দ্র ছাড়াও ৯টি বিধানসভা কেন্দ্রের মধ্যে রয়েছে হিমাচল প্রদেশের দেহরা, হামিরপুর এবং নালাগড়। বিহারের রুপৌলী, মধ্যপ্রদেশের অমরওয়াড়া, উত্তরাখণ্ডের বদ্রীনাথ এবং মঙ্গলৌর কেন্দ্রেও বুধবার উপনির্বাচন হচ্ছে। ভোটগ্রহণ চলছে তামিলনাড়ুর বিক্রবন্দী এবং পঞ্জাবের জালন্ধর পশ্চিম বিধানসভা কেন্দ্রেও।
More Stories
দুর্গাবিসর্জন : চলে গেলেন পথের পাঁচালীর “দুর্গা” উমা দাশগুপ্ত
উত্তরবঙ্গে মমতার সফরের মাঝেই বোনাসের দাবিতে ১২ ঘণ্টার বনধের ডাক চা শ্রমিকদের
সন্তান প্রসবের পর মূত্রথলি কেটে ফেলায় মৃত্যু প্রসূতির, ধুন্ধুমার দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে