সময় কলকাতা ডেস্ক, ১৫ জুলাইঃ শিয়ালদহ মেন লাইনে খড়দহ-সোদপুর স্টেশনের মাঝে লেভেল ক্রসিংয়ে দুটি চারচাকা গাড়ির সঙ্গে হাজারদুয়ারি এক্সপ্রেসের ধাক্কা! অল্পের জন্য রক্ষা পেল বহু প্রাণ। ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেস খড়দহের দিকে যাচ্ছিল। ঠিক সেসময়ই লেভেল ক্রসিংয়ের গেট নামিয়ে দেন গেটম্যান। তখনই গেটের ভেতরে আটকে যায় দু’টি চারচাকা গাড়ি। এরপরই চারচাকা গাড়ি দুটির সঙ্গে সংঘর্ষ হয় ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেসের। ট্রেনের ধাক্কায় কার্যত একপাক ঘুরে যায় গাড়িটি। আর তাতে ভেঙে যায় লেভেল ক্রসিংয়ের গেটও। ইতিমধ্যেই একটি ভিডিয়োও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি সময় কলকাতা। এদিকে এই ঘটনার পরই চারচাকা গাড়ির চালকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে রেলের পক্ষ থেকে।
আরও পড়ুন Donald Trump : লিঙ্কন থেকে কেনেডি, বন্দুকবাজদের নিশানা হয়েছেন আমেরিকার যে সমস্ত রাষ্ট্রপ্রধানরা
জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় খড়দহ-সোদপুর স্টেশনের মাঝে লেবেল ক্রসিংয়ের গেট বন্ধ করছিলেন গেটম্যান। অভিযোগ, একটি গাড়ি জোর করে লেভেল ক্রসিংয়ে প্রবেশ করে। চারচাকা ওই গাড়িটির পিছনের দিকের অংশটি লাইনের দিকে ছিল। আর সেসময় ওই লাইনে দ্রুত গতিতে এসে পড়ে ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেস। সেই ট্রেনের ধাক্কা লাগে চারচাকা গাড়িটির পিছন দিকে। ট্রেনের ধাক্কায় কার্যত একপাক ঘুরে যায় গাড়িটি। সেই গাড়ির ধাক্কাতে লেভেল ক্রসিংয়ের গেটটিও ভেঙে যায়। কয়েক সেকেন্ডের মধ্যে থেম যায় ট্রেনটিও। পরিস্থিতি বেগতিক বুঝে গড়িটিকে সেখানে রেখেই পালিয়ে যায় গাড়ির চালক।
যদিও ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। গাড়ি জোর করে লেভেল ক্রসিংয়ে প্রবেশের অভিযোগে এফআইআর দায়ের করেছে রেল। অন্যদিকে, ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেস শেষ পর্যন্ত প্রায় রাত্রি ৯টা ২ মিনিটে খড়দহ ছেড়ে এগিয়ে যায়। ইতিমধ্যেই রেলের কড়া নজরদারি নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিন গাড়িতে যাত্রী থাকলে বড় বিপদ ঘটতে পারত। শুধু চারচাকার ক্ষতি নয়, ট্রেনও লাইনচ্যুত হতে পারত।
#HazaduariExpress
#KhardahAccident
#Latestbengalinews
More Stories
পথকুকুরদের খেতে দেওয়া যাবে না, সল্টলেকে মহিলাকে মার!
ভয়াবহ অগ্নিকাণ্ড নারকেলডাঙায়, থানার সামনে ধরনায় খোদ কাউন্সিলর!
নিউ টাউন নাবালিকাকে খুন ও ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার এক টোটো চালক, ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ