Home » কেজরিওয়ালকে খুনের ষড়যন্ত্র করছে বিজেপি : সঞ্জয় সিং

কেজরিওয়ালকে খুনের ষড়যন্ত্র করছে বিজেপি : সঞ্জয় সিং

সময় কলকাতা ডেস্ক, ২১ জুলাই : অরবিন্দ কেজরিওয়ালকে খুনের ষড়যন্ত্র করছে বিজেপি। চাঞ্চল্যকর  অভিযোগ তুললেন আপ সাংসদ সঞ্জয় সিং। অভিযোগ এল তিহাড় জেলে ঠিক চার মাস পূর্ণ হওয়ার দিন।২১ মার্চ থেকেই অরবিন্দ কেজরিওয়ালের ঠিকানা হয়েছে তিহাড় জেল। প্রসঙ্গত, দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা অভিযোগ করেছিলেন যে, অরবিন্দ কেজরিওয়াল নিজের খাবার খাচ্ছেন না।  নিজেকে অসুস্থ করে তোলার জন্য খাওয়া বন্ধ রাখছেন কেজরিওয়াল, দাবি ছিল ভিকে সাক্সেনার । এই অভিযোগের পাল্টা প্রতিক্রিয়া হিসেবে সঞ্জয় সিং রবিবার সকালে সাংবাদিক সম্মেলন করেন। সেখানে তিনি খুনের ষড়যন্ত্রের তথ্য খাড়া করেন যা রীতিমতো শোরগোল ফেলে দেওয়ার মত।

আরও পড়ুন বিজেপিতে নতুন, নিয়মকানুন জানেন না : শুভেন্দুকে তুলোধোনা জামাল সিদ্দিকীর

এ হল কেজরিওয়ালকে খুনের ষড়যন্ত্র   , স্পষ্ট অভিযোগ  আপ সাংসদের । সঞ্জয় সিং ব্যাখ্যা করেছেন, কেজরিওয়ালের  ওজন ৮ কিলো কমেছে। এ বিষয়ে নিজের ও দলের উদ্বেগ চাপা না রেখে সঞ্জয় সিংয়ের পরিষ্কার বক্তব্য, এরকমভাবে ওজন হ্রাস অরবিন্দ কেজরিওয়ালের বড় কোন রোগের লক্ষণ হতেই পারে।

সঞ্জয় সিং অভিযোগ করেছেন,”অরবিন্দ কেজরিওয়ালের মেডিকেল রিপোর্টই যথেষ্ট যে জেলে যে কোনও সময় তাঁর সাথে যে কোনও কিছু ঘটতে পারে এবং দিল্লি এলজি এবং বিজেপি যেভাবে অরবিন্দ কেজরিওয়ালের স্বাস্থ্য নিয়ে ভুল বিবৃতি দিচ্ছে তা আমাদের সন্দেহকে নিশ্চিত করে।।”

# কেজরিওয়ালকে খুনের ষড়যন্ত্র

আরও পড়ুন Abhishek Banerjee on 21 July : “ছত্রছায়াতে যতই থাকুন, রেয়াত নয়..” একুশের মঞ্চ থেকে কাদের হুঁশিয়ারি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ?

About Post Author