সময় কলকাতা ডেস্ক, ২১ জুলাই :আবার কেরালায় নিপা ভাইরাসের হানা । গত ছয় বছরে পঞ্চমবারের মতো কেরালায় নিপা ভাইরাস শনাক্ত হয়েছে। এবার, মালাপ্পুরমের পান্ডিক্কড় পঞ্চায়েতের একটি ১৪ বছর বয়সী ছেলে বাদুড় -বাহিত সংক্রমণের সাথে নিশ্চিত হয়েছে। শনিবার স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ ১৪ বছর বয়সী কিশোরের নিপা ভাইরাস আক্রান্ত হওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেছেন । তিনি জানিয়েছেন যে, ছেলেটি কোঝিকোড়ের মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পান্ডিক্কড় এবং আনাক্কায়াম পঞ্চায়েতে বিধিনিষেধ কার্যকর করা হয়েছে। ২১৪ জন ব্যক্তি পর্যবেক্ষণে রয়েছেন, যাদের মধ্যে ৬০ জনকে উচ্চ-ঝুঁকিপূর্ণ বিভাগে (হাই রিস্ক ক্যাটাগরিতে) রাখা হয়েছে।
মন্ত্রী বীনা জর্জ বলেছেন, পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি ছেলেটির শরীরে নিপা ভাইরাসের উপস্থিতিকে নিশ্চিত করেছে। কেরালায় পরিচালিত দুটি পরীক্ষা এর আগে ইতিবাচক হয়েছিল।বীনা জর্জ আরও জানিয়েছেন “নিপা প্রোটোকল ইতিমধ্যেই পন্ডিককাডে রয়েছে এবং মামলাটি নিশ্চিত হওয়ায় আমরা আরও নিষেধাজ্ঞা প্রয়োগ করব।”
নিপা ভাইরাস অত্যন্ত বিপজ্জনক একটি ভাইরাস। এই ভাইরাস আক্রান্তদের ক্ষেত্রে লক্ষণ সব সময় একই রকম নাও হতে পারে। বিভিন্ন রকম উপসর্গসহ শ্বাসযন্ত্রে সংক্রমণ হয়। নিপা ভাইরাস জুনোটিক ভাইরাস অর্থাৎ অন্য প্রাণী থেকে মানবদেহের সংক্রামিত। নিপা ভাইরাসের কোনরকম চিকিৎসা নেই বা ভ্যাক্সিনও আবিষ্কৃত হয়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু (WHO ) দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, এই রোগে আক্রান্তদের মধ্যে ৪০ শতাংশের বেশি মানুষের মৃত্যু ঘটেছে। নিপা ভাইরাস সাধারণভাবে বাদুড় ও শুয়োর থেকে সংক্রামিত হয় বলে গবেষণায় জানা গিয়েছে। ১৯৯৯ সালে মালয়েশিয়ায় একটি শুয়োরের খামারে প্রথম নিপা ভাইরাস ধরা পড়ে। কেরালায় এই রোগের সংক্রমণ বাদুর থেকেই হয়েছে বলে জানা গিয়েছে। কেরালায় এর আগে নিপা রোগে মৃত্যু পর্যন্ত ঘটেছে। ফলে কঠোর বাধা নিষেধ জারি করা হয়েছে কেরালায়।।
# নিপা ভাইরাসের হানা কেরালায়
আরও পড়ুন বাংলাদেশের অস্থিরতার নেপথ্যে সিআইএ -পেন্টাগন নাকি বিপ্লবী ছাত্র আন্দোলন?
More Stories
অপারেশন সিঁদুরের কথা পাকিস্তানকে আগেই জানান জয়শঙ্কর!কে অধিকার দিল? প্রশ্ন রাহুল গান্ধির , পাল্টা জয়শঙ্করের মন্তব্যের ব্যাখ্যা দিয়েছে নয়াদিল্লি
পাঞ্জাবের বিষ মদ কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৩
পুরুলিয়ার অস্ত্র বর্ষন এবং কয়েকটি অমীমাংসিত প্রশ্ন