Home » অমিত শাহের বিরুদ্ধে ” আপত্তিকর মন্তব্য “, সুলতানপুর আদালতে মানহানির মামলায় হাজির রাহুল গান্ধী

অমিত শাহের বিরুদ্ধে ” আপত্তিকর মন্তব্য “, সুলতানপুর আদালতে মানহানির মামলায় হাজির রাহুল গান্ধী

সময় কলকাতা ডেস্ক, ২৬ জুলাই : তাঁর বিরুদ্ধে আগেই দায়ের হয়েছিল মানহানির মামলা। বর্তমানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী  অমিত শাহ এর বিরুদ্ধে  তাঁর “মানহানিকর মন্তব্যের ” জন্য দায়ের হওয়া মামলার শুনানিতে লোকসভার বিরোধী দলনেতা  ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী  শুক্রবার সুলতানপুরে সাংসদ ও বিধায়ক দের জন্য স্পেশাল কোর্টে হাজিরা দিলেন।  তাঁর বক্তব্য নথিভুক্ত করা হয়েছে।  এই মামলায় রাহুল গান্ধীর আগামী শুনানির দিন ধার্য হয়েছে ১২ আগস্ট।

উল্লেখ্য, জুলাই মাসের ২ তারিখে রাহুল গান্ধীকে সুলতানপুরের  আদালত ২৬ জুলাই হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল। শুক্রবার সকাল ১১ টার সময় রাহুল গান্ধী পৌঁছে যান আদালতে। রাহুল গান্ধীর আইনজীবী কাশীপ্রসাদ শুক্লা জানিয়েছেন, রাহুল গান্ধী তার বক্তব্যে উল্লেখ করেছেন তিনি নির্দোষ। অবমাননা কর অভিপ্রায় নিয়ে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

প্রসঙ্গত,বিজয় মিশ্র, যিনি ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জেলা সহ-সভাপতি ছিলেন, ২০১৮ সালের ৪ আগস্ট  রাহুল গান্ধীর  বিরুদ্ধে সাংসদ -বিধায়কদের আদালত যা সুলতানপুরের জেলা ও দায়রা আদালতে রয়েছে সেখানে মানহানির মামলা দায়ের করেছিলেন। রাহুল গান্ধী কর্ণাটক নির্বাচনকে সামনে রেখে বেঙ্গালুরুতে এক নির্বাচনী সমাবেশে অমিত শাহের বিরুদ্ধে মানহানি কর মন্তব্য করেছিলেন বলেই অভিযোগ।  একটি সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধীর মন্তব্য নিয়ে এই  মামলা রুজু হয়। ২০১৮ সালের একটি সাংবাদিক সম্মেলনে  রাহুল গান্ধী বলেছিলেন, “ভারতের লোকেরা ভুলে যায় যে বিজেপির সভাপতি এক ব্যক্তির  খুনে অভিযুক্ত। এটাই সত্য। যে দল সততার কথা বলে,শালীনতার কথা বলে, সেই দল একজন ব্যক্তিকে দলীয় প্রেসিডেন্ট (সভাপতি) করেছে যিনি হত্যার অভিযোগে অভিযুক্ত।”উল্লেখ্য, সে সময় বিজেপির সর্বভারতীয় সভাপতি ছিলেন অমিত শাহ।

রাহুল গান্ধীর বক্তব্যের প্রেক্ষাপট কী ছিল? ২০০৫ সালে সোহরাবুদ্দিন শেখ নামে একজন অপরাধীর বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে শাহের বিরুদ্ধে অভিযোগের উল্লেখ করেছিলেন তিনি । সাংবাদিকদের রাহুল গান্ধী  বলেছিলেন, “অমিত শাহ খুনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন, তাই না? সুপ্রিম কোর্ট (বিচারক) লয়া মামলার কথা উল্লেখ করেছে। তাই আমি মনে করি না যে অমিত শাহের খুব বেশি বিশ্বাসযোগ্যতা আছে।” অতঃপর বিজেপি নেতা মানহানির অভিযোগ দায়ের করেন।

অভিযোগকারীর আইনজীবী অ্যাডভোকেট সন্তোষ কুমার পান্ডে বলেছেন, “তিনি (রাহুল গান্ধী) অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন যে তাকে রাজনৈতিক কারণে এবং তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য ফাঁসানো হচ্ছে। তিনি আদালতের জিজ্ঞাসা করা প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি তার বক্তব্য রেকর্ড করেছেন।”
এখন, আমাদের ১২ আগস্ট, ২০২৪-এ প্রমাণ উপস্থাপন করতে হবে।”

উত্তরপ্রদেশ কংগ্রেসের সভাপতি অজয় ​​রাই বলেছেন, “তিনি (রাহুল গান্ধী) আদালতে হাজির হবেন। তাঁকে হয়রানি করার জন্য সারা দেশে তাঁর (রাহুল গান্ধীর)বিরুদ্ধে ৩০-৩১টি মামলা দায়ের করা হয়েছে, কিন্তু কংগ্রেস দল দৃঢ়তা নিয়ে এইসব মামলার মোকাবিলা করছে ।”

আরও পড়ুন বাঁচতে হলে যৌনতা জরুরি, গবেষণা বলছে অনিয়মিত যৌনতা মহিলাদের দ্রুত মৃত্যুর কারণ

About Post Author