Home » ৪৫ বছরে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে মোদির ওয়ারশ সফর

৪৫ বছরে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে মোদির ওয়ারশ সফর

সময় কলকাতা ডেস্ক, ২১ আগস্ট : ২০২৪ সালের ২১ আগস্ট দিনটি ভারত ও পোল্যান্ডের দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য অত্যন্ত অর্থবহ।১৯৭৯ সালে শেষ কোনও ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে পোল্যান্ডের মাটিতে পা রেখেছিলেন মোরারজি দেশাই।তারপরে কেটে গিয়েছে ৪৫ বছর । এবার আবার দীর্ঘ সময়ের ব্যবহারের পরে,বুধবার পোল্যান্ডের ওয়ারশ পৌঁছলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদি। মোদির ওয়ারশ সফর কী কী দিক থেকে গুরুত্বপূর্ণ তার আঁচ মিলছে বুধবার থেকেই। উল্লেখযোগ্য ভাবে পোল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের ২৮ টি দেশের মধ্যে  অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

সাড়ে চার দশক পরে কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর  প্রথম পোল্যান্ড সফর  দুই দেশের মধ্যে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধি করবে বলেই মনে করা হচ্ছে। এই সফরের প্রথম ধাপে ভারতীয় সময় বুধবার সন্ধ্যায় ওয়ারশ অবতরণ করেন।  তিনি ইউক্রেনের রাজধানী কিয়েভও যাবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির  পোল্যান্ড ও ইউক্রেন  সফরের মেয়াদকাল তিনদিন।

এদিন ওয়ারশ পৌঁছানো মাত্র প্রধানমন্ত্রী মোদীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।  “মোদী, মোদী” স্লোগান ওঠে ভারতীয় সম্প্রদায়ের মানুষদের মধ্যে থেকে যার ফলে উষ্ণ অভ্যর্থনার মধ্যে মোদির ওয়ারশ সফর শুরু হয় । প্রধানমন্ত্রী জনসমাবেশে হাত নেড়ে উপস্থিত কয়েকজনের সঙ্গে করমর্দনও করেন।

তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪০ – এর দশকে ওয়ারশতে স্থাপিত একটি স্মৃতিসৌধও পরিদর্শন করেছিলেন। উল্লেখ্য, ৬০০০ এরও বেশি পোলিশ মহিলা এবং শিশু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়  ভারতের দুটি রাজ্য, জামনগর এবং কোলহাপুরে আশ্রয় পেয়েছিলেন।

আরও পড়ুন হেনরি কিসিঞ্জার : ইন্দিরার ভারতের শত্রু, মোদীর প্ৰিয় ব্যক্তিত্ব!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি  পোল্যান্ডের রাষ্ট্রপতি আন্দ্রেজ সেবাস্তিয়ান দুদার সাথে দেখা করবেন এবং প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের সাথে দ্বিপাক্ষিক আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। তিনি ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের যাদের সংখ্যা আনুমানিক ২৫ হাজার তাঁদের সঙ্গে দেখা করবেন।নরেন্দ্র মোদি নির্বাচিত পোলিশ ব্যবসায়ী নেতা এবং বিশিষ্ট ভারতবিদদের সাথেও ভাষণ দেবেন৷

তাৎপর্যপূর্ণভাবে,প্রধানমন্ত্রী মোদি তার পোলিশ প্রতিপক্ষের সাথে চারবার দেখা করেছেন। তিনি ২০২২ সালের মার্চ মাসে রাষ্ট্রপতি দুদার সাথে টেলিফোনে কূটনৈতিক  কথাবার্তা সেরেছেন , ইউক্রেন থেকে ভারতীয় নাগরিকদের সরিয়ে নেওয়ার ক্ষেত্রে পোল্যান্ডের দেওয়া সহায়তার জন্য এবং সংঘাতপূর্ণ অঞ্চল থেকে পোল্যান্ডে পাড়ি জমানো ভারতীয় নাগরিকদের জন্য ভিসার প্রয়োজনীয়তা শিথিল করার বিশেষ উদ্যোগের জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছিলেন। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির  এবারের ওয়ারশ সফর দু’দেশের সম্পর্ককে আরও মজবুত করবে বলেই আশা করা যায় ।

আরও পড়ুন ইউক্রেন যুদ্ধের আবহে প্রথম রাশিয়া সফরে মোদি , নৈশভোজে পুতিনের কাছে বিশেষ অনুরোধ প্রধানমন্ত্রীর

About Post Author