স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৪ সেপ্টেম্বর: চলতি বছর মার্চ মাসের পর আর হয়নি টেস্ট। লাল বলে পাঁচ মাস খেলেনি ভারত। এবার ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দুই টেস্টের সিরিজ। প্রতিপক্ষ পড়শী বাংলাদেশ। মহম্মদ শামি ও যশপ্রীত বুমরাহকে সম্ভবত দেওয়া হবে বিশ্রাম। দীর্ঘ দিন পরে লাল বলের ফরম্যাটে সাদা জার্সিতে মাঠে দেখা যেতে পারে ঋষভ পন্থ ও কিং কোহলিকে। মুখিয়ে আছে ভক্তেরা।
নয়া নির্বাচিত হেড কোচ গৌতম গম্ভীর শিবিরে আসার পর এটাই ভারতের প্রথম টেস্ট সিরিজ। সূত্র থেকে জানা গিয়েছে, অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি ইতিমধ্যেই বেছে নিয়েছেন সিরিজের সেরা পনেরো। মার্চে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ মিস করলেও, আট মাস পর সাদা জার্সিতে দেখা যাবে ভারতের গুরুত্ত্বপূর্ণ ব্যাটার বিরাট কোহলিকে। চলতি বছরের জানুয়ারি মাসে দক্ষিণ আফ্রিকা সফরে শেষ টেস্ট খেলেছিলেন তিনি।
ভারতের সম্ভাব্য পনেরো হতে পারে, ওপেনিং এ অধিনায়ক রোহিত শর্মার সঙ্গী হতে চলেছেন যশস্বী জয়সওয়াল। তিন নম্বরে শুভমন গিল। পরিচিত চার নম্বরে দেখা যাবে ভারতীয় ক্রিকেটের পোস্টার নয় বিরাট কোহলিকে। মিডল অর্ডারে থাকবেন সরফরাজ খান, দেবদত্ত পড়িক্কল, ঋষভ পন্থ ও ধ্রুব জুরেল। ঋষভ ও জুরেল দুই উইকেটরক্ষককে রেখে দল সাজিয়েছেন গৌতম। অলরাউন্ডার হিসেবে দলে থাকবেন রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন ও অক্ষর পটেল। দলের বিশেষজ্ঞ স্পিনার হিসেবে রয়েছেন কুলদীপ যাদব। পেস বিভাগে মহম্মদ সিরাজ ও মুকেশ কুমারের জায়গা একপ্রকার পাকা। তৃতীয় পেসারের জন্য লড়াই হবে আকাশ দীপ ও অর্শদীপের মধ্যে । গত বর্ডার গাভাস্কার ট্রফিতে ঘরের মাঠে সুযোগ পেয়েও ভালো খেলতে পারেননি রজত পাতিদার। তাঁকে দলে রাখা হবে না।
গাড়ি দুর্ঘটনায় চোট পেয়ে দীর্ঘ্যদিন যেকোন প্রকার ক্রিকেটের বাইরে ছিলেন ঝষভ পন্থ। ভারতের এই উইকেট কিপার ব্যাটসম্যান চলতি বছর ভারতীয় প্রিমিয়ার লিগে (এই পি এল) ও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন। ৬৩৪ দিন পরে এবার লাল বলেও দেখা যেতে পারে তাঁকে। বৈঠকে সেরকমই ইঙ্গিত মিলেছে। তবে আপাতত বিশ্রামে থাকছেন সবে মাত্র অস্ত্রোপচার হওয়া মহম্মদ শামি। নিউ জিল্যান্ড ও অস্ট্রেলিয়া সিরিজের কথা মাথায় রেখে বিশ্রামে রাখা হবে দলের তারকা পেসার যশপ্রীত বুমরাকে।
বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি হবে ১৯ থেকে ২৩ সেপ্টেম্বর। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে হবে সেই ম্যাচ। ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টবর পর্যন্ত চলবে দ্বিতীয় ম্যাচ। খেলা হবে কানপুরের গ্রীন পার্ক স্টেডিয়ামে।
#Rishabh Pant,
#Mohammed Shami,
#Jaspreet Bumrah,
#Rohit Sharma,
More Stories
Lionel Messi: প্রতীক্ষার অবসান, অবশেষে মাঠে দেখা যাবে মেসি ম্যাজিক
England vs Australia T20 Series: দ্বিতীয় ম্যাচে জিতে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড, নতুন কীর্তি ফ্রেজার-ম্যাকগার্কের
East Bengal: আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের, প্রথম ম্যাচেই প্রতিপক্ষ সুনীলের বেঙ্গালুরু