Home » সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আরজিকর মামলার শুনানি, বৃহস্পতিবার বসছে না প্রধান বিচারপতির বেঞ্চ

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আরজিকর মামলার শুনানি, বৃহস্পতিবার বসছে না প্রধান বিচারপতির বেঞ্চ

সময় কলকাতা ডেস্ক, ৫ সেপ্টেম্বরঃ আরজিকর কাণ্ডে বড় ধাক্কা! বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আরজিকরের মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলার শুনানি। শুনানির নতুন তালিকা প্রকাশিত হয়েছে শীর্ষ আদালতে। সেই তালিকায় আরজিকর মামলা রাখা হয়নি বলেই জানা গিয়েছে। তবে রিপোর্ট জমা দেবে সিবিআই। সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, অসুস্থতার কারণেই প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় অনেকদিন ধরে কোর্টে আসছেন না। বৃহস্পতিবারও তিনি কোর্টে আসতে পারছেন না।

আরও পড়ুন  রাজ্যের সিপি এবং ডিজিকে ছুটিতে পাঠানোর আর্জি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি অধীরের

বুধবার সন্ধ্যায় সুপ্রিম কোর্টের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ ৫ সেপ্টেম্বর বসবে না। তবে, ওই বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র পৃথক ভাবে বেঞ্চ বসাবেন এবং আলাদা করে ১০ নম্বর কোর্টের কিছু মামলা শুনবেন। কিন্তু, ওই বেঞ্চে কোন কোন মামলা শোনা হবে, তার তালিকা পরে প্রকাশিত হবে। আরজিকর মামলা তালিকায় থাকবে কি না, তা এখনও স্পষ্ট নয়।
এরপরই পরে সুপ্রিম কোর্ট থেকে দ্বিতীয় বিজ্ঞপ্তি জারি করে ১০ নম্বর কোর্টের মামলার নতুন তালিকা প্রকাশ করা হয়। নতুন তালিকায় দেখা গিয়েছে, আরজিকর মামলাটি রাখা হয়নি। যার কারণে বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চেও শুনানি হচ্ছে না। এই মামলার শুনানি কবে হবে, তা বৃহস্পতিবার জানা যাবে।


এদিকে, আরজিকর কাণ্ডে মামলাকারীর পক্ষে লড়ছেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি থাকায় তিনি বুধবার সন্ধ্যায় দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন। এরপরই তিনি জানতে পারেন, আরজিকর মামলার শুনানি স্থগিত রাখা হয়েছে। বিকাশ বলেন, ‘এটা আগে থেকে আমাদের জানানো উচিত ছিল। বেঞ্চ না বসার কথা এখন জানতে পারছি। এতে আমাদের সময়, টাকা দু’টোই নষ্ট হল।’

#SupremeCourt  

#RGkarHospital   

#RGKARDoctorDeath    

#Latestbengalinews 

#ChiefJusticeDYChandrachud

About Post Author