Home » পুসকাস হাঙ্গেরি ছাড়া কোন দেশের হয়ে খেলেছেন জানেন কি ?

পুসকাস হাঙ্গেরি ছাড়া কোন দেশের হয়ে খেলেছেন জানেন কি ?

সময় কলকাতা ডেস্ক : আন্তর্জাতিক ক্ষেত্রে ফুটবলের প্রথম সুপারস্টার তাকেই বলা যায়। তিনি ছিলেন মূলত পেলে, ক্রুয়েফ, মারাদোনা, প্লাতিনি, রোনাল্ডো বা মেসি তাঁর উত্তরসূরী। বাঁ পায়ের জাদুকর ছিলেন তিনি।  আন্তর্জাতিক ফুটবলে ৮৫ ম্যাচে ৮৪ গোল করেছেন তিনি। ৮৪ টি গোলই এসেছে হাঙ্গেরির হয়ে। এই অসামান্য ফুটবল শিল্পীর নাম ফেরেঙ্ক পুসকাস। হাঙ্গেরির হয়েই তার ফুটবল জীবনে যাবতীয় সাফল্য।তবে তিনি একাধিক দেশের হয়েই আন্তর্জাতিক ফুটবল খেলেছেন।

তিনি যে স্পেনের হয়েও খেলেছেন সে খবর অনেকেরই অজানা। ফুটবল জীবনের শেষ প্রান্তে  স্পেনের হয়ে বিশ্বকাপে  চারটি ম্যাচ খেললেও সেই চার ম্যাচে গোল পান নি। বিশ্বকাপ তার জীবনে অধরা থেকে গিয়েছে। কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে হোক অথবা ক্লাব ফুটবলই হোক পুসকাস  প্রায় প্রতি ক্ষেত্রে ম্যাচ পিছু একটি গোল করে গিয়েছেন। ৫৩০ টি ক্লাব ফুটবল ম্যাচে ৫১৪ টি গোল করেছেন তিনি।  রিয়াল মাদ্রিদের হয়ে ১৮০ টি ম্যাচে ১৫৬টি গোলের অত্যাশ্চর্য  রেকর্ড রয়েছে তাঁর।

আরও পড়ুন প্যালেস্টাইনে মৃত্যুমিছিল অব্যাহত, এবার ইজরায়েলি হানায় নিহত ১৭২

১৯২৭ সালে হাঙ্গেরির বুদাপেস্টে জন্মগ্রহণ করা পুসকাস ফুটবল ছাড়ার পরে ম্যানেজার হিসেবে সফল হয়েছিলেন। ১৯৯৩ পর্যন্ত ফুটবল ময়দানে ম্যানেজার হিসেবে বিচরণ করেছেন। ২০০৬ সালে  প্রয়াত হন তিনি। রবিবার ছিল পুসকাসের মৃত্যুদিন । সময় কলকাতার তরফে তার প্রতি শ্রদ্ধার্ঘ্য।।

আরও পড়ুন Lord of Drugs: লর্ড অব ড্রাগস ওরফে হাজী সেলিমের ডেরায় হানা দিয়ে হাজার হাজার কেজি মাদক বাজেয়াপ্ত করল এনসিবি

About Post Author