সময় কলকাতা ডেস্ক, ২৬ ডিসেম্বর: বড়দিনের পরেই কর্নাটকের বেলগাভিতে বসতে চলেছে কংগ্রেসের দুদিনের বর্ধিত কর্মসমিতির বৈঠক। ১০০ বছর আগে প্রথম ও শেষবারের জন্য বেলগাভিতেই কংগ্রেস সভাপতির ভার গ্রহণ করেছিলেন মহাত্মা গান্ধী। এখান থেকেই ডাক দেওয়া হয় সত্যাগ্রহের। সেই ঐতিহাসিক ঘটনার শতবর্ষ পূর্তির সৌজন্যে বৈঠকের নাম রাখা হয়েছে নব সত্যাগ্রহ বৈঠক। উল্লেখযোগ্য বিষয় হল, বর্তমান কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও কর্নাটকের বাসিন্দা।
আরও পড়ুনঃ Harvinder Singh: খেলরত্ন পুরস্কারে ‘বৈষম্য’ কেন? মনুর পর প্রশ্ন প্যারালিম্পিকে সোনাজয়ী হরবিন্দরের
১৯২৪ সালের ২৬ ডিসেম্বর এখানেই প্রতিষ্ঠা হয় কংগ্রেস সেবাদলের। এদিনও ২৬ ডিসেম্বর শুরু হবে বৈঠক। কর্মসমিতির সদস্য ছাড়াও থাকবেন স্থায়ী আমন্ত্রিত, বিশেষ আমন্ত্রিত, কেন্দ্রীয় নির্বাচন কমিটির সদস্য, প্রদেশ সভাপতি, পরিষদীয় দলনেতা, প্রাক্তন মুখ্যমন্ত্রী, সংসদীয় কমিটির পদাধিকারীরা-সহ মোট ২০০ কংগ্রেস নেতা। পরদিন, ২৭ ডিসেম্বর হবে জয় বাপু, জয় ভীম, জয় সংবিধান র্যালি। এই পদযাত্রায় উপস্থিত থাকবেন সব সাংসদরাও। উদয়পুরের চিন্তন শিবিরে যেমন ভারত জোড়ো যাত্রার সিদ্ধান্ত হয়েছিল, তিন মাসের মধ্যে তা বাস্তবায়িত হয়েছিল, তেমনই ‘গুরুত্বপূর্ণ’ কোনও সিদ্ধান্ত হতে পারে এবারও। অর্থনৈতিক বৈষম্য দূর করা, সংবিধান রক্ষা-সহ আগামী এক বছর কংগ্রেসের কর্মসূচি কী কী হবে, তা ঠিক হবে।
আরও পড়ুনঃ ফের ভয়াবহ বাস দুর্ঘটনা উত্তরাখণ্ডে! মৃত ৩, আহতের সংখ্যা ২৩ ছাড়িয়েছে
সূত্রের খবর, সংবিধান প্রণেতা ড. আম্বেদকর সম্পর্কে সংসদে যে অপমানজনক মন্তব্য করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সেই বিতর্ক এত সহজে থামাতে নারাজ কংগ্রেস। কর্নাটকের বৈঠক থেকেও এই বিষয়ে কোনও কর্মসূচি ঘোষণা হতে পারে। আবার এক শতাব্দী আগে যেভাবে ব্রিটিশদের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল, বিজেপি শাসিত বর্তমান কেন্দ্র সরকারের বিরুদ্ধেও তেমন কোনও কর্মসূচির ডাক দিতে পারে দেশের প্রাচীনতম রাজনৈতিক দল।
More Stories
নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার অষ্টম বেতন কমিশন গঠনের অনুমোদন দিয়েছে। এই অষ্টম পে কমিশনের মাধ্যমে কতটা বাড়বে বেতন, ডিএ ? কীভাবে বাড়বে বেতন ?
মন্ত্রিসভার সম্মতি অষ্টম পে-কমিশনে, খুশি কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা
ছত্তিশগড়ের জঙ্গলে ফের আইইডি বিস্ফোরণ! ১৬ দিনে ৫ টি বিস্ফোরণ, মাওবাদী আতঙ্ক, বড় আতঙ্ক ছত্রিশগড়ে