সময় কলকাতা ডেস্কঃ ফের রাজ্যে বিজেপি-তৃণমূল বাকযুদ্ধ। মদন মিত্র কে ‘মাতাল’ বলে সম্বোধন করেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল।একই সঙ্গে তাকে ‘অশিক্ষিত’ও বলেন তিনি।শুক্রবার, বারাসাত কোর্টে এসে মদন মিত্রকে এহেন মন্তব্যে বিঁধলেন তিনি।যা ফের উস্কে দিল বঙ্গে শাসক-বিরোধী তর্জা।
প্রসঙ্গত, কয়েকদিন আগে, বেলঘড়িয়াতে একটি অনুষ্ঠানে গিয়ে পদ্মফুল বয়কট করেন মদন মিত্র। বাংলার শিল্পীদের পদ্ম সন্মান দিয়ে অপমানের জবাবে পদ্মফুল ছিঁড়ে মাটিতে ফেলে দেন তিনি।এর প্রতিবাদে পদ্মফুলের পাঁপড়ি ছিঁড়ে বিজেপিকে অপমান করেন তিনি।বারাসাতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারই জবাব দিলেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল।তিনি বলেন, মদন মিত্র লাইম লাইটে থাকার জন্য এসব করেন। উনি মদ খেয়ে মেয়েদের সঙ্গে বিলাসিতা করেন বলেও অভিযোগ করেন তিনি। তিনি তাকে ‘অশিক্ষিত’ সম্বোধন করেন এবং বলেন তিনি তার সম্বন্ধে কোন বক্তব্য রাখতে চান না।
পাশাপাশি তিনি আরো বলেন, এখনো বারসাত ক্যানিং সহ অনেক জায়গায় ভোট পরবর্তী হিংসার রেশ রয়েছে। বারসাতে এখনো ২৪ জনের উপর ঘর ছাড়া। এসআইটি ও সিবিআই তদন্তের জন্য তৃণমূল বর্তমানে চুপ রয়েছে।নয়ত এখনো বিজেপি কর্মীদের ওপর অত্যাচার চালাতো।বঙ্গে হিংসা নিয়ে রাজ্যে সরকার মিথ্যা কথা বলছে বলে অভিযোগ করেন তিনি। প্রিয়াঙ্কা টিব্রেওয়াল বলেন, তিনি রাজ্যে সরকারকে মিথ্যাবাদী প্রমান করে ছাড়বেন। পাশাপাশি এদিন তিনি সমস্ত উকিলদের গরিব মানুষের জন্য লড়াই করতে এগিয়ে আসতে আহ্বান জানান।
More Stories
৫৫ দিনের মাথায় আরজি কর কাণ্ডের চার্জশিট জমা দিল সিবিআই, মূল অভিযুক্তের নাম দেখে কটাক্ষ কুণালের!
ফের রাজ্যসভার সাংসদের বাড়িতে ইডি হানা, ষড়যন্ত্র চলছে বলে ফুঁসে উঠলেন অরবিন্দ
Arjun Singh: ‘নবান্ন থেকে আমাকে খুনের পরিকল্পনা মমতার..’, বাড়িতে বোমাবাজীর ঘটনায় বিস্ফোরক ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ