Home » কয়েক ঘণ্টার ব্যবধানে জোড়া দুর্ঘটনা, অবরোধ, ভাঙচুর

কয়েক ঘণ্টার ব্যবধানে জোড়া দুর্ঘটনা, অবরোধ, ভাঙচুর

 

সময় কলকাতা ডেক্সঃ  মাঝে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধান।৬০ নম্বর জাতীয় সড়কে একই দিনে একই জায়গায় জোড়া দুর্ঘটনা। তারপরেই ক্ষুব্ধ জনতা ইসিএলের কয়লা বোঝাি ১০ টি ডাম্পারে  পরপর ভাঙচুর চালায়।শনিবার এই ঘটনাকে কেন্দ্রকরে উত্তপ্ত হয়ে উঠল পাণ্ডবেশ্বর খোট্টাডিহি মোড়। ভাঙচুরের পাশাপাশি ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ শুরু করেন এলাকার বাসিন্দারা। গণ্ডগোলের খবর পেয়ে  পুলিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিস এসে অবরোধ তুলতে গেলে আন্দোলনকারীদের সঙ্গে বচসা শুরু হয়ে য়ায়।বেশ কিছুক্ষণ পর পুলিসের মধ্যস্থতায় অবরোধ ওঠে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল সাড়ে আটটা নাগাদ বীরভূম থেকে বাইকে আসানসোলের চাঁদা যাচ্ছিলেন এক দম্পতি । খোট্টাডিহি মোড়ের কাছে উল্টো দিক থেকে আসা ইসিএলের কয়লা বোঝাই ডাম্পারকে জায়গা দিতে গিয়ে গর্তের মধ্যে পড়ে যায় বাইকটি । তাতেই আহত হন সুন্দরী বাউড়ি নামে এক মহিলা । দুর্ঘটনার পরে স্থানীয়রা ইসিএলের কয়লা বোঝাই গাড়িটিকে আটকে বিক্ষোভ দেখায় । পরে পুলিশের মধ্যস্থতায় বিক্ষোভ ওঠে ।

প্রথম ঘটনার পর কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই দুপুরে একই জায়গায় গর্তে পড়ে বাইক নিয়ে দুর্ঘটনার কবলে পড়েন স্থানীয় যুবক সোমনাথ ঘোষ।উলটোদিক থেকে আসা ডাম্পার্র তলায় চাপা পড়ার হাত থেকে অল্পের জন্য রক্ষাপান সোমনাথবাবু। এরপরেই ক্ষুব্ধ জনতা রাস্তা অবরোধ করেন। পাশাপাশি ইসিএলের গাড়িগুলিতে ভাঙচুর চালায়।প্রসঙ্গত, ২৩ জানুয়ারি একই জায়গায় একটি বিয়েবাড়ির গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিল ।

 

 

About Post Author