সময় কলকাতা ডেস্ক : বিবাহবহির্ভূত সম্পর্কের জের! ১৫ বছরের বিবাহিত সম্পর্কে অবিশ্বাসের ছায়া। ফলস্বরূপ স্ত্রীকে খুন করে বসলেন স্বামী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার ভাঙড়ের কাশিপুর থানার পোলেরহাটে।
জানা গিয়েছে, মৃত গৃহবধূর নাম মরিয়ম বিবি(৩৫)। দুই কন্যা সন্তান এবং এক পুত্র সন্তান নিয়ে দিব্যি সংসার চলছিল তাদের। কিন্তু অন্য এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে আরশেদ আলী মোল্লা। সেই ঘটনা জানতে পারেন মরিয়ম বিবি। এই নিয়ে প্রায়ই অশান্তি হত তাদের মধ্যে।পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকালে, অনেক ডাকাডাকি সত্বেও মরিয়ম বিবি না ওঠায় তার ছেলে মেয়েরা প্রতিবেশীদের ডেকে আনে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে আসে কাশিপুর থানার পুলিশ। মরিয়ম বিবিকে উদ্ধার করে তারা জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পাঠিয়েছে।
অন্যদিকে ঘটনার পর থেকেই পলাতক আরশেদ আলী মোল্লা। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে আরশেদ আলীর প্রেমিকাকে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় বাসিন্দারা। মৃতার ছেলে জানায়, ‘বাবা ওই মহিলাকে নিয়ে সংসার করবে বলেই মাকে বালিশ চাপা দিয়ে মেরে দিয়েছে।’ পলাতক আরশেদ আলী মোল্লার খোঁজে তল্লাশি শুরু করেছে কাশিপুর থানার পুলিশ।
ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ভাঙড়ে। মৃত মরিয়ম বিবির পরিবারের সদস্যদের সঙ্গে পুলিশের কার্যত খন্ড যুদ্ধ বেধে যায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাচ্ছিল সেই সময় মরিয়ম বিবির পরিবারের সদস্যরা এসে পুলিশের গাড়ি আটকে মৃতদেহ তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানায়। কিন্তু পুলিশ মৃতদেহ দিতে না চাইলেই অশান্তি শুরু হয়ে যায়। প্রথমে পুলিশের সঙ্গে বচসা এবং পরে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। এই ঘটনায় মৃতের পরিবারের এক সদস্য আহত এবং কাশিপুর থানার এক পুলিশকর্মী ও ব্যাপকভাবে জখম হয়েছে। আহতদের উদ্ধার করে জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।শেষে কাশিপুর থানার বিশাল পুলিশবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
More Stories
পুজোর আগেই রক্তাক্ত বীরভূম, কয়লাখনির বিস্ফোরণে মৃত ৭
গোপনে আপত্তিকর ভিডিও তুলে ব্ল্যাকমেইল, একাধিক বার ধর্ষণের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে
জয়নগর কাণ্ডের ময়নাতদন্ত হবে আজ, মৃতদেহ নিয়ে পুলিশ হাজির কল্যাণী এমসে