সময় কলকাতা ডেস্কঃ অটো-টোটোর বিবাদ যেন আদায় কাঁচ-কলায়।এ বলে ওরা অবৈধ, ও বলে ওরা অবৈধ। ঠিক এই অভিযোগই উঠে এল অটো চালকদের তরফে। তাদের অভিযোগ বাড়ছে অবৈধ টোটোর দৌরাত্ম্য।প্রশাসনকে অভিযোগ জানিয়েও মেলেনি কোন সুরহা।তাই এবার বিক্ষোভের পথে নামল খরগপুর শহরের অটো চালকরা।শনিবার, খড়গপুর অটো অপারেটর ইউনিয়নের সদস্যরা খড়গপুর স্টেশন সংলগ্ন বোগদা ও গোলবাজার সিমলা সেন্টার এলাকায় বিক্ষোভ দেখায়।তাদের অভিযোগ, অনেকেই রোড পারমিট ছাড়া এই এলাকাগুলিতে অবৈধভাবে টোটো চালাচ্ছে। যার জেরে, ভাড়া হচ্ছেনা অটো চালকদের। তাই তারা এদিন বিক্ষোভে পথে নামেন।ঘটনায় বচসার সৃষ্টি হয়।সমস্যার সমাধান না পেলে, বৃহত্তর আন্দোলন করার হুমকিও দেয় তারা। অবেশেষে, আরপিএফ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এদিন অটো চালকরা খড়গপুর গোলবাজার সিমলা সেন্টারের সামনে সারি সারি অটো দাঁড় করিয়ে রাস্তা অবরোধ করে।ফলে, তীব্র যানজটের সৃষ্টি হয় এলাকা জুড়ে। লোকজনের ভিড় জমে যায়।বচসার খবর পেয়ে আরপিএফ বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে, অটো চালকদের সঙ্গে তাদের তীব্র বাদানুবাদ শুরু হয়।এরপর টাউন থানার পুলিশও ঘটনাস্থলে আসে। আরপিএফ বাহিনীর থেকে অটোচালকদের আশ্বাস দেওয়া হয়, বোগদা এলাকায় কোন টোটো দাঁড়াতে দেওয়া হবেনা। আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন অটো অপারেটর ইউনিয়ন এর সদস্যরা।
অটো অপারেটিং ইউনিয়ন এর সহ-সভাপতি গৌতম বিশ্বাস বলেন, “খড়গপুর পৌরসভা অনুমোদিত ৩৪৮ টি টোটো রাস্তায় চলার কথা।কিন্তু তার জায়গায় প্রায় পাঁচশোটি অবৈধ টোটো রাস্তায় চলছে।তিন-চার দিনের মধ্যে এই সমস্যার সমাধান না হলে শহর জুড়ে অটো ধর্মঘট চলবে।প্রয়োজন হলে অনশন করব, বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবো আমরা।”
More Stories
অবৈধ ভাবে এসে নদিয়ায় গা ঢাকা! বাংলাদেশ ফেরার পথে দালাল-সহ ধৃত দুই অনুপ্রবেশকারী
নির্যাতিতার পরিবারকে ১৭ লক্ষ টাকা ক্ষতিপূরণ, ক্ষতিপূরণ দিতে হবে রাজ্য সরকারকে, নির্দেশ শিয়ালদহ আদালতের
দাড়ি গোঁফ কাটিয়েও শেষরক্ষা হল না, ডোমকলে পুলিশের উপর হামলায় গ্রেপ্তার মূল অভিযুক্ত