সময় কলকাতা ডেস্কঃ সই ও দলিল জাল করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগে রাস্তা অবরোধ গ্রামবাসীদের।জমি ফিরিয়ে দেওয়ার দাবিতে ইলামবাজার বোলপুর রুটের মহিদাপুরে রাস্তা অবরোধ করেন এলাকার বাসিন্দারা ।আন্দোলনকারীদের অভিযোগ, তাঁদের দেড় বিঘা জমি হাতিয়ে নিয়েছে কলকাতার একটি সংস্থা।স্থানীয় প্রশাসন থেকে পুলিস সবাইকে জানিয়েও কোনও লাভ হয়নি। তাই এদিন তাঁরা রাস্তা অবরোধে সামিল হয়েছেন।
এলাকাবাসীর অবরোধের জেরে ব্যপক যানজট তৈরি হয় বোলপুর- ইলামবাজার রাস্তায়।আটকে পড়ে যাত্রীবাহীবাস থেকে শুরু করে ছো়টো গাড়ি।বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর পুলিশ তদন্তের আশ্বাস দিলে অবরোধ ওঠে।
আন্দোলনে সামিল হওয়া বাসিন্দাদের অভিযোগ,ইলামবাজার থেকে বোলপুর যাওয়ার রাস্তায় মহিদাপুরের কাছে রাস্তা লাগোয়া দেড় বিঘা জমি বেআইনি ভাবে হাতিয়ে নেয় কলকাতার এক ব্যক্তি । বর্তমানে ওই সংস্থা জমিতে সীমানা পাঁচিল দিয়ে ঘেরার কাজও শুরু করেছে।বিষয়টি নিয়ে প্রশাসনের সমস্ত স্তরে জানিয়েও কোনও সুরাহা মেলেনি। তাই তাঁরা রাস্তা অবরোধ করতে বাধ্য হন। পুলিস দ্রুত ব্যবস্থা না নিলে ফের বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি গ্রামবাসীদের।
More Stories
প্রসঙ্গ বাংলাদেশ : সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে রাস্তায় মতুয়ারা
জাঁকিয়ে শীত আসবে, গরম কাপড় কেনাকাটার ধুম
সন্দেশখালিতে তরুণী খুনের তদন্ত খতিয়ে দেখতে উপস্থিত মহিলা কমিশন, প্রশ্নের মুখে পুলিশ