Home » অজানা কারণে বন্ধ পুলিশ ফাঁড়ি,পুনরায় চালুর দাবি

অজানা কারণে বন্ধ পুলিশ ফাঁড়ি,পুনরায় চালুর দাবি

সময় কলকাতা ডেস্ক: স্বাধীনতার কয়েক বছর পরেই বসিরহাটে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া পানিতর গ্রামে চালু হয়েছিল একটি পুলিশ ফাঁড়ি।দীর্ঘ কয়েক দশক ধরে এই ফাঁড়ি থেকে কাজ চালাত রাজ্য পুলিশ। কিন্তু অজানা কোনও কারণে বেশ কয়েক বছর ধরেই বন্ধ রয়েছে এই ফাঁড়ি। ফলে সমস্যায় পড়েছেন এলাকার মানুষ। গ্রামের বাসিন্দারা জানান, তৎকালীন বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে ডাকাতি করতে আসত পানিতর গ্রামে।সেই সময় এলাকাবাসীর দাবি মেনে পানিতর গ্রামে চালু হয়েছিল পুলিশ ফাঁড়ি।এর ফলে উপকৃত হতো পানিতর,ইটিন্ডা, ঘোজাডাঙ্গা, নাকুয়াদহ সহ দুটি গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার মানুষ।

 

ভারত-বাংলাদেশ সীমান্তের পানিতর গ্রামে কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী গৌরীদেবীর বাপের বাড়ি।বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শুরবাড়ির স্মৃতি বিজড়িত পানিতর গ্রামে দেবপ্রসাদ বিশ্বাসের বাড়িতে চালু হয়েছিল এই পুলিশ ফাঁড়ি। ফলে উপকৃত হতো পানিতর, ইটিন্ডা, ঘোজাডাঙ্গা, নাকুয়াদহ সহ দুটি গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার মানুষ। গ্রামবাসীরা জানান, সেই ফাঁড়ি দীর্ঘ কয়েক বছর ধরে এই তালাবন্ধ অবস্থায় পড়ে আছে।ফলে  আতঙ্কে রয়েছেন গ্রামের বাসিন্দারা।

বাসিন্দারা জানান, ইটিন্ডা পানিতর গ্রাম পঞ্চায়েত পার্শ্ববর্তী গাছা আখারপুর গ্রাম পঞ্চায়েত, এই দুটি গ্রাম পঞ্চায়েতের লক্ষাধিক মানুষ বসবাস করে।পুলিশ ফাঁড়ি বন্ধ হয়ে যাওয়ার ফলে গ্রামবাসীদের যেকোনো বিষয় অভিযোগ জানাতে গেলে বসিরহাট থানয় ছুটতে হয়। সবথেকে বেশী অসুবিধায় পড়তে হয় মহিলাদের। তাই এলাকার বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে  প্রশাসন এই পুলিশ ফাঁড়ি চালু করুক এই দাবিতে সরব হয়েছেন গ্রামবাসীারা।গ্রামবাসীদের দাবি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্তা নেওয়ার আশ্বাস পুলিশ সুপারের। পুলিশ সুপারের আশ্বাসের পর পানিতার গ্রামে তালাবন্দি পুলিশ ফাঁড়ি কবে পুনরায় চালু হবে সেদিকে তাকিয়ে দিন গুনছে এলাকাবাসী।

 

About Post Author