জয়ন্ত দাস, সময় কলকাতা বীরভূম: অনুব্রত মণ্ডলের গড় বলে পরিচিত বীরভূমে প্রতিটি নির্বাচেনই সন্ত্রাসের অভিযোগ তোলে বিরোধী রাজনৈতিক দলগুলি। তাই বীরভূমের পুরসভা নির্বাচনের জন্য বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করেছে নির্বাচন কমশন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তাই ভোট কেন্দ্রগুলির অবস্থান ঘুরে দেখলেন কমিশনের নিযুক্ত স্পেশাল অবজারভার উজ্জয়িনী দত্ত। রবিবার সকালে দুবরাজপুর পুরসভার তিনটি ভোটগ্রহন কেন্দ্র পরিদর্শন করেন স্পেশাল অবজারভার, জেলা পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা।
এদিন সকালে প্রথমেই দুবরাজপুর পৌরসভার সারদেশ্বরী বিদ্যা মন্দিরে হাজির হন স্পেশাল অবজারভার উজ্জয়িনী দত্ত, সরকারি আধিকারিক হেমন্ত সরকার, দুবরাজপুর ব্লকের জয়েন্ট বিডিও মীর সোহেল শাখাওয়াত সহ অন্যান্যরা। সেখানকার ভৌগলিক অবস্থান, নিরাপত্তার কি কি পরিকল্পনা রয়েছে তা খতিয়ে দেখেন। একইভাবে পরবর্তী সময়ে দুবরাজপুর গার্লস স্কুল ও রঞ্জনবাজার হিন্দি প্রাথমিক বিদ্যালয়ে বুথ পরিদর্শন করলেন। প্রশাসন ও নির্বাচন কমিশনের আধিকারিকরা।
প্রসঙ্গত ১৬ আসন বিশিষ্ট দুবরাজপুর পুরসভা দীর্ঘদিন ধরেই তৃণমূল কংগ্রেসের দখলে রয়েছে। এবারের নির্বাচনেও পুরসভার শুক্রবার পর্যন্ত ৫ টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থীরা।সূত্রের খবর শেষ দিনেও আরও কয়েকজন বিরোধী প্রার্থী তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করবেন। ফলে শেষ পর্যন্ত সাঁইথিয়া ও সিউড়ির মতো দুবরাজপুর পুরসভাও নির্বাচনের আগে বিনা প্রতিদ্বন্দ্বীতায় শাসক দলের কব্জায় আসে কিনা সেটাই দেখার।
More Stories
নির্যাতিতার পরিবারকে ১৭ লক্ষ টাকা ক্ষতিপূরণ, ক্ষতিপূরণ দিতে হবে রাজ্য সরকারকে, নির্দেশ শিয়ালদহ আদালতের
দাড়ি গোঁফ কাটিয়েও শেষরক্ষা হল না, ডোমকলে পুলিশের উপর হামলায় গ্রেপ্তার মূল অভিযুক্ত
মালদহের তৃণমূল নেতা খুনে গ্রেফতার শার্প শ্যুটার , মালদহকাণ্ডে গ্রেফতারির সংখ্যা ৮